For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম শাসিত কেরলে ব্রাহ্মণদের জন্য আলাদা টয়লেটে বিতর্ক, চাপে পড়ে বোর্ড বদল

বাম শাসিত কেরলে ব্রাহ্মণদের জন্য আলাদা টয়লেটে বিতর্ক, চাপে পড়ে বোর্ড বদল

  • |
Google Oneindia Bengali News

টয়লেট। তাও শুধু মাত্র ব্রাহ্মণদের ব্যবহারের জন্য। এমনই সাইনবোর্ড দিয়ে বিতর্কে বাম শাসিত কেরলের এক মন্দির কর্তৃপক্ষ। যদিও সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে শেষ পর্যন্ত মন্দিরের প্রধান ক্যাম্পাসের বাইরে থাকা সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে।

বাম শাসিত কেরলে ব্রাহ্মণদের জন্য আলাদা টয়লেটে বিতর্ক, চাপে পড়ে বোর্ড বদল

কেরলের কুট্টুমুক্কু মহাদেব মন্দিরের বাইরে সাইনবোর্ডে তিনটি টয়লেটের ছবি আর তাতে লেখা ছিল পুরুষ, মহিলা এবং ব্রাহ্মণ। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টিকে অনেকেই প্রগতিশীল রাজ্যে অনৈতিক চর্চা বলেও কটাক্ষ করেন।

যদিও মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, টয়লেটগুলি প্রধান ক্যাম্পাসের বাইরে। আর বোর্ডগুলি প্রায় দু দশকের বেশি সময় ধরে রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ অভিযোগ করেনি বলেও দাবি তাদের।

সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট টয়লটটি ব্যবহার করন পুরোহিত এবং মন্দিরের কর্মীরা। মন্দিরের কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে বিষয়টি তাদের খেয়ালে ছিল না। তবে নজরে আসার পরেই সেখানে 'স্টাফ অনলি' করে দেওয়া হয়।

English summary
Brahmins only toilet in Kerala temple creates social media storm. Management was prompting to remove the signboard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X