For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরোনো জোট শরিকের হুঁশিয়ারি, বড়ো কাঁটায় কি অসমে ক্ষমতা হারাতে পারে বিজেপি?

Google Oneindia Bengali News

আসন্ন অসম নির্বাচনে বিজেপি কম করে ২৫-৩০টি আসনে মুখ থুবড়ে পড়বে যা গত নির্বাচনে তাদের ঝুলিতে গিয়েছিল। এমনই ভবিষ্যদ্বাণী করলেন সদ্য এনডিএ ত্যাগ করা বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। সদ্য বিজেপির হাত ছেড়ে বিপিএফ যোগ দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটে। এবং মহাজোটে গিয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিপিএফ নেতৃত্ব।

'২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি'

'২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি'

বিপিএফ-এর শীর্ষ স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি। বিপিএফ-এর অভিযোগ, তারা ভেবেছিল বিজেপি সরকারে এসে বদল আনবে। তবে এমন কিছুই হয়নি। যা নিয়ে তারা বিরক্তি প্রকাশ করেছে। বিপিএফ-এর অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের আবেগের বিরুদ্ধে গিয়ে কাজ করে চলেছে।

বিজেপির জেরে অসমের সংস্কৃতি বদলে যাচ্ছে

বিজেপির জেরে অসমের সংস্কৃতি বদলে যাচ্ছে

বিপিএফ-এর অভিযোগ, বিজেপির জেরে অসমের ভাষায়, সংস্কৃতিতে, ঐতিহ্যে, ভাষায় বদল আসছে। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তাদের আরও অভিযোগ, বিজেপি যেভাবে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল দখল করেছে, তা অনৈতিক। এবং বিজেপির উদ্দেশে তাদের হুঁশিয়ারি, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সামনে এবার দাঁড়াতে পারবে না বিজেপি।

আগেই বিপিএফকে বিদায় জানিয়েছিল বিজেপি

আগেই বিপিএফকে বিদায় জানিয়েছিল বিজেপি

কংগ্রেস ছাড়াও অসম গণ পরিষদের সঙ্গেও জোট নিয়ে ভাবনাচিন্তা করছিল বলে জানা গিয়েছে সূত্র মারফত। তবে শেষমেশ কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে হাত মেলাল তাঁরা। অবশ্য বিপিএফকে আগেই বিদায় জানিয়ে দিয়েছিল বিজেপি। অসমের বিধানসভা নির্বাচনের আগে সেরাজ্যের মন্ত্রী তথা উত্তরপূর্ব ভারতে বিজেপির চাণক্য হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে বিপিএফ-এর সঙ্গে জোট গড়বেন না তাঁরা।

নতুন জোট গড়ার মাধ্যমে বাজিমাত করেছিল বিজেপি

নতুন জোট গড়ার মাধ্যমে বাজিমাত করেছিল বিজেপি

এর আগে বড়োল্যান্ডের নির্বাচনে বিপিএফ-এর সঙ্গ না পেলেও নতুন জোট গড়ার মাধ্যমে বাজিমাত করেছিল বিজেপি। নির্বাচন পরবর্তী জোট গঠনের মাধ্যমে বোড়োল্যান্ডে ইউনাইটেড পিপলস পার্টি লিবেরালের সঙ্গে কাউন্সিল গঠন করে বিজেপি। তাছাড়াও গেরুয়া শিবির গণ সুরক্ষা পার্টির সঙ্গেও আলোচনা করছে জোট গড়ার লক্ষ্যে।

English summary
BPF alleges that BJP came to power in Assam with their help, will not win election in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X