For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপিকা জেএনইউ পৌঁছতেই বিজেপি নেতা দিলেন কিসের ডাক! সরগরম দিল্লি

  • |
Google Oneindia Bengali News

জেএনইউ চত্বরে বলিউডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এদিন পৌঁছে যান রবিবারের হিংসার ঘটনার প্রতিবাদ জানাতে। সেখানে বাম ছাত্র সংগঠনের ডাকে চলা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে পড়ুয়াদের সমর্থন জানান বলিউডের এই তারকা অভিনেত্রী। দেখা করেন জেএনএসইউয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষের সঙ্গে। সেকানে উপস্থিত ছিলেন আরও এক বাম যুব নেতা কানহাইয়া কুমার।

দীপিকা জেএনইউ পৌঁছতেই বিজেপি নেতা দিলেন কীসের ডাক! সরগরম দিল্লি

এদিকে, দীপিকা পাড়ুকোন জেএনইউ চত্বরে পৌঁছে যেতেই এদিকে বিজেপির দাপুটে নেতা তেজিন্দর পাল সিংবাগ্গা দীপিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, দীপিকার ফিল্ম যেন দেশ জুড়ে বয়কট করা হয়। এমন দাবি তুলে তিনি টুইটারে একটি পোস্ট করেন। উল্লেখ্য, সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ' ছপক'। আর সেই ফিল্মই এবার বয়কটের ডাক দিয়েছেন বগ্গা। এর আগে, সোনম কাপুর ও কঙ্কনা সেনশর্মার সঙ্গেও বাগ্গার মত বিরোধ দেখা যায় টুইটারে।

এর আগে, দীপিকা পাড়ুকোন এদিন দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে পা রেখে পড়ুয়াদের অবস্থার কথা শোনান। জেএনইউএসইউয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ একাধিক পড়ুয়ার মমারধরের ঘটনায় এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকা। তার আগে, মোদী সরকার বিরোধী স্লোগানে তখন গোটা জেএনইউ চত্বর তোলপাড়। আর ঠিক তখনই সেখানে পা রাখলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউ ক্যাম্পাসে রবিবার পড়ুয়াদের ওপর হামলা নিয়ে ছাত্রদের প্রতিবাদ মঞ্চের কাছে গিয়ে সেখানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন দীপিকা।

English summary
Boycott Deepika Padukone Movies,asks Tejinder Singh Bagga.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X