For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে প্রচারের শেষদিনে মন্দির দর্শনেই মন দিলেন মোদী-রাহুল

গুজরাতে ভোট প্রচারের শেষদিনে মন্দির দর্শনেই মন দিলেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে ভোট প্রচারের শেষদিনে মন্দির দর্শনেই মন দিলেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। এর আগে প্রচারে বেরিয়ে বেশ কয়েকটি মন্দিরে ঘুরেছেন রাহুল। তার মধ্যে সোমনাথ মন্দির দর্শনে গিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তা সত্ত্বেও এদিন ফের একবার আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে গেলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, ভগবানের দর্শন করার পাশাপাশি ভক্তদের সঙ্গে বসে কীর্তনও শুনেছেন রাহুল।

গুজরাতে প্রচারের শেষদিনে মন্দির দর্শনেই মন দিলেন মোদী-রাহুল

[আরও পড়ুন:গুজরাতে সমতা রেখে উন্নয়ন করবে কংগ্রেস, সভাপতি হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে যা বললেন রাহুল গান্ধী][আরও পড়ুন:গুজরাতে সমতা রেখে উন্নয়ন করবে কংগ্রেস, সভাপতি হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে যা বললেন রাহুল গান্ধী]

এদিকে নরেন্দ্র মোদী ধারোইয়ের অম্বাজী মন্দিরে গিয়েছেন। সবরমতীর তীর থেকে সি-প্লেনে চেপে শেষদিনে প্রচার ও মন্দির দর্শন একইসঙ্গে সারেন মোদী। কনভয় এসে থামে সবরমতীর তীরে। সেখান থেকে সি-প্লেনে চেপে ধারোই গিয়ে অম্বাজী মন্দির দর্শন করেন তিনি।

রাহুলকে মন্দির দর্শন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, শুধু গুজরাতে নয়, এর আগে উত্তরাখণ্ডে গিয়ে কেদারনাথ দর্শন করেছেন তিনি। সময় পেলেই মন্দিরে যান তিনি। এদিকে নরেন্দ্র মোদীও কিছুদিন আগে কেদারনাথে ঘুরে এসেছেন। ভোট রাজনীতির সঙ্গে এই মন্দির দর্শনের গভীর যোগাযোগ রয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সংখ্যালঘু ভোটার থাকলেও গুজরাতের সংখ্যাগুরু এখনও হিন্দুরাই। এই রাজ্যের ৮৮.৫৭ শতাংশ জনসংখ্যা হিন্দু। মুসলমান ৯.৬৭ শতাংশ, খ্রিস্টান ০.৫২ শতাংশ ও বাকী শিখ, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। ফলে ভোট বৈতরণী পার করতে গেলে হিন্দুদের ভোটই ভরসা সব দলের। সেজন্যই শেষবেলায় মন্দির দর্শনকেই বেছে নিয়েছেন মোদী-রাহুল দুজনেই।

[আরও পড়ুন:[আরও পড়ুন:"কালো মোদী ফর্সা হলেন কী করে", প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ ওবিসি নেতা অল্পেশের]

English summary
Both PM Modi and Rahul Gandhi on temple visit on the last day of Gujarat Assembly Elections rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X