For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি জঙ্গি নই', মুম্বইয়ের রিসর্টে রিজারভেশন না পেয়ে কন্নড় কংগ্রেস নেতার ক্ষোভ

তাঁর উদ্দেশ্য ছিল মুম্বইর রেনেসাঁ কনভেনশন সেন্টরে পৌঁছে কর্ণাটকের বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করা।

  • |
Google Oneindia Bengali News

তাঁর উদ্দেশ্য ছিল মুম্বইর রেনেসাঁ কনভেনশন সেন্টরে পৌঁছে কর্ণাটকের বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করা। কারণ মুম্বইয়ের এই রিসর্টেই আপাতত রয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। তবে বিক্ষুব্ধ ১০ কন্নড় বিধায়কের আশঙ্কা ছিল , কন্নড় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী কংগ্রেস নেতা শিবকুমার একবার রিসর্টে ঢুকলে আর তাঁদের রক্ষে নেই! এমন এক পরিস্থিতিতে মুম্বইয়ে নেমেই ডি শিবকুমার হুঙ্কারের সুরে বলেন ' রাজনীতিতে জন্মেছিল একসঙ্গে , মরবও একসঙ্গে '।

'আমি জঙ্গি নই'

'আমি জঙ্গি নই'

মুম্বইয়ে পা রেখেই একের পর এক হুঙ্কারে রাজনৈতিক পারদ চড়িয়ে দিয়েছেন দক্ষিণী রাজনৈতির অন্যতম চাণক্য ডি শিবকুমার। এদিন মুম্বইয়ের রেনেসাঁ কনবেনশন সেন্টরে তিনি প্রবেশ করতে চান, বুক করতে চান একটি ঘর। কিন্তু রিসর্ট কর্তপক্ষ তাঁকে কোনও ঘরের বুকিং দেয়নি 'আপৎকালীন পরিস্থিতি'র কারণ দেখিয়ে। ক্ষুব্ধ শিবকুমার এরপরই রিসর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেন, ' আমি কোনও জঙ্গি নই।'

'রাজনীতিতে জন্মেছি একসঙ্গে, মরবও একসঙ্গে'

ডি শিবকুমার মুম্বইয়ের বুকে পা রেখেছেন শুনেই ভয়ে কার্যত থরহরিকম্প বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। কিছুতেই তাঁরা শিবকুমারের মুখো মুখি হতে চাইছেন না। এজন্য নিরাপত্তা চেয়ে মুম্বই পুলিশের কাছে তাঁরা আবেদনও জানান। অন্যদিকে, শিবকুমারও নাছোড়বান্দা বিক্ষুব্ধ দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করার বিষয়ে। এরকম এক জটিল পরিস্থিতিতে শিবকুামারের বক্তব্য, ' রাজনীতিতে জন্মেছি একসঙ্গে, মরবও একসঙ্গে'। ফলে আশঙ্কার মেঘ আরও কালো হচ্ছে।

কর্ণাটকে সংকট

কর্ণাটকে সংকট

১৩ মাসের কর্ণাটকের কুমারস্বামী সরকার এরমদ্যে বগুবারই বহু ঝড়ঝাপ্টা সামলেছে। তবে এবারের রাজনৈতিক সাইক্লোনের দাপট যে চরম তা টের পেয়ে গিয়েছে কংগ্রেস জেডিএস জোটয। মোট ১৩ বিধায়কের ইস্তফার পর পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর আকার নিচ্ছে।

English summary
Born together in politics, will die together ,Karnataka CONG Leader Shivkumar Roars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X