For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব, সন্তানের নাম রাখা হল 'খাজাঞ্চি'

কানপুরের সর্বেশাদেবী ব্যাঙ্কে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর নাম রাখা হয়েছে 'খাজাঞ্চি' নাথ। এটি সর্বেশাদেবীর পঞ্চম সন্তান।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

কানপুর, ১০ ডিসেম্বর : নোট বাতিলের পর ব্যাঙ্ক-এটিএমের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ধুম পড়ে গিয়েছে। কারও হাতে নগদ টাকা নেই। অগত্যা শত অসুবিধা সত্ত্বেও বহু মানুষ ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টাকা তুলছেন।

হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় জন্ম নিল সদ্যজাত

২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা

তবে এসবের মাঝেও নানারকমের ঘটনা ঘটছে। কানপুরের সর্বেশাদেবী ব্যাঙ্কে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর নাম রাখা হয়েছে 'খাজাঞ্চি' নাথ। এটি সর্বেশাদেবীর পঞ্চম সন্তান।

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব, সন্তানের নাম রাখা হল 'খাজাঞ্চি'

এই মাসের শুরুতে ঘটনাটি ঘটেছে ঝিনঝাক জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায়। সর্বেশা দেবী ব্যাঙ্কের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন।

'ত্বকবিহীন' শিশু জন্ম নিল নাগপুরে

বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে

ঘটনার দিন সকাল ১১টা থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন সর্বেশা দেবী। তিনি ৫ হাজার টাকা তুলে তা দিয়ে লোহিয়া আবাস ঋণের ইনস্টলমেন্ট পূরণ করতেন। গর্ভবতী অবস্থাতেও তাঁকে ব্যাঙ্কের লাইনে এনে দাঁড় করান শাশুড়ি শশী দেবী। তবে টাকা তোলার আগেই প্রসব বেদনা শুরু হয় সর্বেশা দেবীর।

সর্বেশা দেবীর অবস্থা দেখে অ্যাম্বুলেন্সের নম্বরে ফোন করা হয়। তবে অ্যাম্বুলেন্স আসার আগেই ব্যাঙ্কের মধ্যেই সন্তান প্রসব করেন সর্বেশা দেবী। সেইসময়ে ব্যাঙ্কে উপস্থিত মহিলারা তাঁকে ঘিরে রেখে সন্তান প্রসবে সাহায্য করেন।

প্রসঙ্গত, তিন মাস আগে দীর্ঘ অসুস্থতার পর স্বামী জসমের নাথ মারা গিয়েছেন। ঘটনা জানার পরই উত্তরপ্রদেশ সরকারের তরফে খাজাঞ্চি নাথের জন্য ১ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে।

English summary
Born in bank, Uttar Pradesh baby named Khazanchi Nath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X