For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারামি নালার সুরক্ষায় মোতায়েন বিএসএফের কুমীর কমান্ডোরা

কাশ্মীরে বাঁধা পেেয় এখন গুজরাটকেই অনুপ্রবেশের রাস্তা করেছে জঙ্গিরা।

Google Oneindia Bengali News

কাশ্মীরে বাঁধা পেেয় এখন গুজরাটকেই অনুপ্রবেশের রাস্তা করেছে জঙ্গিরা। গুজরাটের হারামি নালা দিয়ে পাকিস্তানি কমান্ডোরা ভারতে প্রবেশ করেছে, গোয়েন্দাদের কাছে এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। হারামি নালার সুরক্ষায় মোতােয়ন করা হয়েছে বিএসএফের দুর্ধর্ষ কুমীর বাহিনী।

হারামি নালার সুরক্ষায় মোতায়েন বিএসএফের কুমীর কমান্ডোরা

হারামি নালার সুরক্ষায় বিশেষ বাহিনী

গুজরাটের সীমান্তে ২২ কিলোমিটার দীর্ঘ সামুদ্রিক খাঁড়িকেই বলা হয় হারামি নালা। পাকিস্তানের সঙ্গে এই নালার সরাসরি যোগ রয়েছে। আরব সাগরের এই খাঁড়িকে ব্যবহার করতে শুরু করেছে পাকিস্তানি কমান্ডোরা। গোয়েন্দাদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কড়া নজরদারি শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী। গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হারামি নালায় নজরদারি চালানোর জন্য বিএসএফের বিশেষ ভাবে প্রশিক্ষিত কুমীর বাহিনী মোতায়েন করা হয়েছে। হারামি নালা দিয়ে অনুপ্রবেশের পর গুজরাটের কচ্ছ ঢোকার েচষ্টা চালাবে জঙ্গিরা এমনই আশঙ্কা করা হচ্ছে।

সতর্ক করা হয়েছে উপকূল রক্ষী বাহিনীকেও

গোয়েন্দাদের সতর্কতা পাওয়ার পরেই গুজরাটের আরব সাগরের উপকূলবর্তী এলাকায় চলছে বিশেষ নজরদারি। উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে। সূত্রের খবর হারামি নালা দিয়ে অনুপ্রবেশকারী পাক কমান্ডোরা জলের তলা দিয়ে হামলা চালানোর বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। সেকারণেই সমুদ্রে কোনও সন্দেহজনক গতিবিধি দেখলেই সতর্ক করতে বলা হয়েছে উপকূল রক্ষী বাহিনীকে। এমনকী ম‌ৎস্যজীবীদেরও নজর রাখতে বলা হয়েছে।

চরম সতর্কতা জারি গুজরাটে

নিরাপত্তায় এবং নজরদারিতে কোনও গলদ রাখতে চান না সরকার। গুজরাট জুড়ে তাই চরম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব গুরুত্বপূর্ণ শহর এবং এলাকায় চলছে নাকা তল্লাশি। দেশের সুরক্ষায় সর্বশক্তি প্রয়োগ করেছে রাজ্য সরকার। নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হচ্ছে। রাজ্যের বাসিন্দাদেরও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিসকে জানাতে বলা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে গাড়িতে তল্লাশি চলছে।

তৎপর হয়েছে নৌসেনাও। নৌসেনার স্টাফ অ্যাডমিরাল করমবীর সিং জানিয়েছেন জলের নীচ দিয়ে হামলা চালানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত জৈশ জঙ্গির একটি দল হামলা চালাতে পারে এমন খবর রয়েছে। সেই হামলার মোকাবিলা করার জন্য সবরকম ভাবে নৌসেনা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। নৌসেনার পক্ষ থেকে সবরকম নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

English summary
Border Security Force has deployed its elite squad in the Harami Nala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X