For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন কীভাবে মোবাইল অ্যাপ দিয়ে নিত্যদিনের টিকিট বুকিং করবেন

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ এপ্রিল : অফিস টাইমে ট্রেনের টিকিট বা মান্থলি কাটতে গিয়ে লম্বা লাইনের মুখে পড়েননি এমন নিত্যযাত্রী বোধহয় খুব কমই আছেন। তবে এবার বোধহয় ট্রেনের যাত্রীদের হয়রানির পালার অবসান হতে চলেছে।

এবার থেকে রেলের অসংরক্ষিত টিকিট কাটতে আমজনতাকে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। মোবাইল অ্যাপস ব্যবহার করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর ফলে সাধারণ শ্রেণিতে ভ্রমণের জন্য যাত্রীদের কাগজের টিকিট সঙ্গে রাখার প্রয়োজন নেই। মোবাইলেই মেসেজের মাধ্যমে এর বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন সকলে।

জেনে নিন কীভাবে মোবাইল অ্যাপ দিয়ে নিত্যদিনের টিকিট বুকিং করবেন


আজ, বুধবার থেকেই মোবাইলে কাগজ ব্যতীত অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। মোবাইলেই টিকিটের সফট কপি টিকিট-পরীক্ষককে দেখালেই ছাড় পাবেন যাত্রীরা।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাগজ ব্যতীত টিকিট পরিষেবাকে পরিবেশ সহায়ক বলেও ব্যাখ্যা করা হয়েছে।

রেল জানিয়েছে, 'গুগল অ্যাপস স্টোর' থেকে আপনার ফোনে ওই বিশেষ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পর গ্রাহক রেলের 'ই-ওয়ালেট' তৈরির একটি রেজিস্ট্রেশন আইডি পাবেন। এরপর টিকিট কাটার জন্য গ্রাহকদের প্রয়োজনীয় টাকা অনলাইন 'ই-ওয়ালেট'-এর মাধ্যমে জমা করার পর যেকোনও স্টেশনের টিকিট কাটা যাবে।

ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেই যাত্রীরা আইআরসিটিসি-র (ভারতীয় রেল) ওয়েবসাইটের মাধ্যমে 'ই-ওয়ালেট'-এ 'টপ আপ' ভরতে পারবেন, যেমন মোবাইলে প্রিপেইড গ্রাহকরা ভরে থাকেন। তবে স্টেশনের টিকিট কাউন্টার থেকেও ই-ওয়ালেটে টাকা ভরার বিকল্প ব্যবস্থা থাকছে যাত্রীদের কাছে।

তবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছাড়া এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না।

English summary
Book Suburban Rail e-Ticket on Your Mobile App
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X