For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবাজীর সঙ্গে তুলনা মোদীর! সদ্য প্রকাশিত বই ঘিরে তুমুল বিতর্ক

বইয়ের নাম 'আজ কে শিবাজী নরেন্দ্র মোদী'। আর সেই বই প্রকাশিত হতেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। সদ্য এই বইটি লিখেছেন বিজেপি নেতা জয় ভগবান গেয়েল।

  • |
Google Oneindia Bengali News

বইয়ের নাম 'আজ কে শিবাজী নরেন্দ্র মোদী'। আর সেই বই প্রকাশিত হতেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। সদ্য এই বইটি লিখেছেন বিজেপি নেতা জয় ভগবান গেয়েল। আর বইতে দেশের বীর মহামানবের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টানা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

 বই ঘিরে বিতর্ক

বই ঘিরে বিতর্ক

বইটি সম্পর্কে অনলাইনে সোশ্যাল মিডিয়াকে অবহিত করেন বিজেপি নেতা গোয়েল। তার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়েছে বিজেপি বিরোধী একাধিক পোস্টের বন্যা! অনেকেই দাবি তুলেছেন যে এই বইটিকে যেন অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কারণ বীর মারাঠা যোদ্ধার সঙ্গে এই তুলনা বহুজনের ভাবাবেগেই আঘাত লাগছে। বহু নেটিজেনের মতে , বিজেপির তরফে এই বইয়ের বিষয়বস্তু নিয়ে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।

শিবসেনার বার্তা

শিবসেনার বার্তা

শিবসেনা এই প্রসঙ্গে প্রশ্ন তোলে যে ছত্রপতি শিবাজির বংশোধর তথা বিজেপি সাংসদ সম্ভাজি মহারাজ ও সাতারা ছত্রপতি উদ্যান রাজে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুন। এই দুই বিজেপি নেতা এই মুহূর্তে মাহারাষ্ট্রের বিজেপির তাবড় নাম। আর শিবাজীর সঙ্গে মোদীর তুলনায় তাঁদের অবস্থান কী, যেন দুই সাংসদই জানিয়ে দেন। এমনই দাবি করেছেন শিবসেনার 'চাণক্য' সঞ্জয় রাউত।

'ছত্রপতি শিবাজী মহারাজ একজনই'

'ছত্রপতি শিবাজী মহারাজ একজনই'

এদিকে, মহারাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা তুমুল শোরগোল ফেলে দিয়েছে। সেখানে এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন 'ছত্রপতি শিবাজী মহারাজ আর দ্বিতীয় কেউ হবেননা। এটা (বিজেপির বই) গ্রহণযোগ্য নয়'। যদি এই নিয়ে বিজেপির তরফে কেউ কোনও মন্তব্য করেননি। এমনকি মহারাষ্ট্র বিজেপির তরফেও কোনও মন্তব্য আসেন এই বিতর্ক নিয়ে।

এমডিআর-এর নতুন নিয়মে বদল নয়, ডিজিটাল লেনদেন সংস্থাগুলিকে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী সীতারমনএমডিআর-এর নতুন নিয়মে বদল নয়, ডিজিটাল লেনদেন সংস্থাগুলিকে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী সীতারমন

English summary
Book Comparing PM Modi with Chattrapati Shivaji , creats controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X