For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি নয়, মুম্বইয়ের এখন মাথাব্যাথা খোলা ম্যানহোল, রিপোর্ট চাইল বম্বে হাইকোর্ট

খোলা ম্যানহোলে পড়ে গিয়ে চিকিৎসক দীপক অম্রপুরকরের মৃত্যুতে বৃহন্মুম্বই পুরসভার জবাব তলব করল বম্বে হাইকোর্ট, খোলা ম্যানহোল নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিতে ভেসে যাওয়া মুম্বইয়ে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে চিকিৎসক দীপক অম্রপুরকরের মৃত্যুতে বৃহন্মুম্বই পুরসভার জবাব তলব করল বম্বে হাইকোর্ট। চিকিৎসকের মৃত্যুতে খোলা ম্যানহোল নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী আশিস মেহতা। এমনকী বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করারও দাবি জানিয়েছেন তিনি।

বৃষ্টি নয়, মুম্বইয়ের এখন মাথাব্যাথা খোলা ম্যানহোল, রিপোর্ট চাইল বম্বে হাইকোর্ট

গত মঙ্গলবার তুমুল বৃষ্টিতে ভেসে যায় গোটা মুম্বই। রীতিমত বন্যা পরিস্থিতি দেখা দেয় দেশের বাণিজ্যিক রাজধানীতে। এই পরিস্থিতিতে একটি খোলা ম্যানহোলে পড়ে যান বম্বে হাসপাতালের চিকিৎসক দীপক অম্রপুরকর। বৃহস্পতিবার ওরলিতে একটি নর্দমার পাইপলাইনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। এরপরই বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই আইনজীবী। শুক্রবার বম্বে হাইকোর্ট শহরের খোলা ম্যানহোলগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে বৃহন্মুম্বই পুরসভাকে নোটিস পাঠায়। সেইসঙ্গে জনস্বার্থ মামলাকে গ্রহণ করে শহরের সমস্ত খোলা ম্যানহোলগুলি পরীক্ষা করতে একটি কমিটি গঠনেও সায় দিয়েছে বম্বে হাইকোর্ট।

বৃষ্টি নয়, মুম্বইয়ের এখন মাথাব্যাথা খোলা ম্যানহোল, রিপোর্ট চাইল বম্বে হাইকোর্ট

আইনজীবী আশিস মেহতা তাঁর জনস্বার্থ মামলায় বিএমসি-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ ধারায় (গাফিলতির জেরে মৃত্যু) এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন। সেইসঙ্গে বিএমসি-র কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন। এই ক্ষতিপূরণের টাকা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিতে হবে যারা সমাজকল্যাণমূলক কাজ করে। তবে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের বেঞ্চ জানিয়েছে, এফআইআর দায়ের যদি করতে হয় তাহলে তিনি নিজে গিয়েই এফআইআর করুন। বিচারপতি বলেন, 'নিঃসন্দেহে এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই মামলায় আপনি আবেগপ্রবণ হতে পারেন, আমি নয়। '

[আরও পড়ুন: অসহায়ভাবে জলের কাছে আত্মসমর্পণ , মুম্বইয়ের কাহিনি চোখে জল এনে দেবে][আরও পড়ুন: অসহায়ভাবে জলের কাছে আত্মসমর্পণ , মুম্বইয়ের কাহিনি চোখে জল এনে দেবে]

English summary
Bombay High court orders BMC to submit its reply on open manholes in city, a doctor fall to death in an open manhole on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X