For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবি ভারভারা রাওয়ের জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্ট কোন বার্তা দিল

কবি ভারভারা রাওয়ের জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্ট কোন বার্তা দিল

  • |
Google Oneindia Bengali News

তেলুগু কবি ভারভার রাওয়ের বিরুদ্ধে এলগার পরিষদ সংক্রান্ত মামলা চলছে। মামলা রয়েছে বম্বে হাইকোর্টে। তেলেগু এই স্বনামধন্য সাহিত্যিক সেই মামলায় জামিনের আবেদন করেন। আর তার প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দেয়।

কবি ভারভারা রাওয়ের জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্ট কোন বার্তা দিল

বম্বে হাইকোর্ট জানিয়েছে আগামী ১৭ নভেম্বর বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে। তার আগে কবি ভারভারা রাওকে হাসপাতালে চিকিৎসা ও চেক আপের জন্য নিয়ে যেতে বলেন বিচারক। একদন চিকিৎসরকে দ্বারা ভিডিওর মাধ্যমে কবির মেডিক্যাল টেস্ট করার বার্তা দিয়েছে হাইকোর্ট। নবি মুম্বইয়েক তালজোলা জেলে বন্দি রয়েছেন কবি ভারভারা রাও।

এর আগে মামলায় অভিযুক্ত ভারভার রাওয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি তুলে, তাঁর স্ত্রী আদালতে পিটিশন দায়ের করেন। সেখানে তাঁর ডিমেনশিয়া রোগের চিকিৎসার বিষয়ে জানানো হয়। একটি হাসপাতালে ভর্তির দাবি করা হয় কবির পরিবারের তরফে।

সেই আবেদনের প্রেক্ষিতে মুম্বইয়ের নানবতী হাসপাতালের একটি চিকিৎসক দলকে জেলের ভিতরে গিয়ে কবিকে পরীক্ষা করার কথা বলে আদালত। এদিকে, এআইএ এই নির্দেশের বিরোধিতা করে। তারপরই চিকিৎসকদের সঙ্গে শুধুমাত্র ভিডিও কনসালটেশন করার ছাড় দেওয়া হয় কবিকে।

ফের ট্র্যাকে শুভেন্দু, তৃণমূল ও নেত্রী মমতার নাম করে স্মৃতি চারনায় পরিবহণ মন্ত্রীফের ট্র্যাকে শুভেন্দু, তৃণমূল ও নেত্রী মমতার নাম করে স্মৃতি চারনায় পরিবহণ মন্ত্রী

English summary
Bombay HC Quashes Bail Plea of Activist Varavara Rao on elgar parishad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X