For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি 'ব্রাজিলের ট্রাম্প' বলসোনারো

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি 'ব্রাজিলের ট্রাম্প' বলসোনারো

  • |
Google Oneindia Bengali News

অ্যামাজনের জঙ্গলে দাবানলের জেরে সারা বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো। বলসোনারো কে স্বৈরাচারী শাসক হিসাবে দাগিয়ে দিয়েছিলো সারা বিশ্ব। এবারের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন এই প্রেসিডেন্ট।

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রাজিলের ট্রাম্প বলসোনারো

ক্ষমতা গ্রহণের পর বলসোনারো প্রথম পা রাখতে চলেছেন ভারতের মাটিতে। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট মিচেল টিমার ব্রিকসের অষ্টম অন্তর্জাতিক সম্মেলন হিসাবে ভারত সফরে এসেছিলেন। একাদশ ব্রিকস্ সম্মেলনে গত নভেম্বরেই ব্রাজিল গেছিলেন মোদী।

আগামী ২৪ শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত চারদিনের জন্য ভারত সফরে আসতে চলেছেন বলসোনারো। এই সফরে তার সাথে আসছেন সাতজন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ ব্যবসায়ী বিশেষজ্ঞরা। এই সফরের ফলে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির অর্থনীতিতেও বদল আসতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞদের।

দুই দেশই মনে করছেন যে এই সফরের ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়তে পারে। এই মুহূর্তে ব্রাজিলে ভারতের বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে ব্রাজিলের ভারতে বিনিয়োগের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার। এই সফরের ফলে এই বিনিয়োগ আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। তাই বলসোনারো কে স্বাগত জানাতে সাজো সাজো রব নয় দিল্লিতে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে।

English summary
The President of Brazil is present as the Chief Guest of the Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X