For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে ইন্দ্রপতন, চিরদিনের মত থামলেন 'নাইটিঙ্গেল' দিশেহারা শিল্পী মহল

বলিউডে ইন্দ্রপতন,থামল 'নাইটিঙ্গেল' দিশেহারা শিল্পী মহল

Google Oneindia Bengali News

লতা মঙ্গেশকর আর নেই। এর থেকে অভিসপ্ত সকাল বলিউড দেখেনি। যাঁকে বলিউডের নাইট্যাঙ্গেল বলা হত তাঁর সুর চিরদিনের মত থেমে গেল। ৯২ বছর বয়সে করোনার কাছে কাবু হলেন সুর সম্রাজ্ঞী। বলিউডের শিল্পী মহলে শোকের ছায়া। অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না এই খবর। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে টুইটের পর টুইটে। অক্ষয় কুমার থেকে শুরু করে দক্ষিনের তারকা মহেশ বাবু সকলেই টুইট করে শোক প্রকাশ করেছেন।

সকালেই দুঃসংবাদ

সকালেই দুঃসংবাদ

দুঃসংবাদ দিয়েই দিন শুরু হল মুম্বইয়ের মায়া নগরীর। অনেকেই সবে রবিবারের আমেজে হালকা করে চায়ের কাপে চুমুক দিয়েছেন। ছুটির মেজাজ। তারমধ্যেই হঠাৎ খবর.... লতা মঙ্গেশকর আর নেই। অনেকেই বিশ্বাস করতে পারেননি খবরটা। অনেকে অবার প্রস্তুত ছিলেন মনে মনে। কারণ কয়েক দিন ধরেই হাসপাতালে জীবন-মরণের যুদ্ধ করছিলেন তিনি। তার পরেও কোথাও একটা আশা কাজ করছিল। হয়তো এবারও ফিরে আসবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন সুর সম্প্রাজ্ঞী। অনেক বিষয়েই মতামত প্রকাশ করতে দেখা যেত তাঁকে। বলিউডের নাইট্যাঙ্গেল থেকে এভাবে চিরদিনের মত থেমে যাবেন তা আশাতীত ছিল সকলেরই।

শোকস্তব্ধ বলিউড

শোকস্তব্ধ বলিউড

করোনা মহামারী থাবা বসানোর পর থেকেই বলিউডে শনির দশা শুরু হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মত্যু থেকে শুরু করে ইরফান খান, ঋষি কাপুর একের পর এক বলিউড তারকার মৃত্যু হয়েছে। একটি ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা এসে পড়ছে বলিউডে। ২০২২-র শুরুতেই হল সেই মহাপতন। ১৯ দিনের টানা লড়াই শেষ হল আজ। অন্য সুরলোকে গমন করলেন বলিউডের সুর সম্রাজ্ঞী। ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সব ঠিকই চলছিল। সকালে মাল্টি অরগান ফেলিওর হয়। তার পরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক শোক প্রকাশের বার্তা আসতে শুরু করে।

 শোক প্রকাশ বলিউডের

শোক প্রকাশ বলিউডের

সকালেই টুইট করে একের পর এক শোক প্রকাশ করতে শুরু করেন বিলিউড তারকারা। টুইটে শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার। টুইটে তিনি লিখেছেন গভীরভাবে শোকাহত আমি। খবরটা পাওয়ার পরেই হৃদয় ভেঙে গিয়েছে। শোক প্রকাশ করে টুইট করেছেন অজয় দেবগণ। টুইটে তিনি লিখেছেন, আমি গভীরভাবে শোকাহত। লতাজির গান শুনে যে বড় হয়েছি। তিনি জীবিত থাকাকালীন যে বলিউডে কাজ করতে পেরেছি তার জন্য নিজেকে ধন্য মনে করি। শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। ইনস্টা পোস্টে শোক প্রকাশ করে অভিনেত্রী িলখেছেন,
তাঁর সঙ্গীত গোটা দেশের কাছে স্বরণীয় হয়ে থাকবে। দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম। শাহিদ কাপুর টুইটে লিখেছেন, প্রতিটি শব্দ তাঁর কাছে অনেক অনেক ছোট মনে হয়। তিনি সুর সম্রাজ্ঞী। অভিনেত্রী অনুষ্কা শর্মা টুইটে লিখেছেন, ভারতের নাইটিঙ্গেল পার্থিব শরীর ত্যাগ করেছেন এর থেকে খারাপ কিছু হতে পারে না। তাঁর সুর তাঁর গান অমর হয়ে থাকবে। তাঁর গানের মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন। অভিনেত্রী শিল্পা শেট্টি টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, একজন লিজেন্ডকে আমরা হারালাম আজ। অভিনেত্রী শ্বেতা তিওয়ারি টুইটে লিখেছেন শিল্পী তাঁর গানের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন।

 শোক প্রকাশ দক্ষিনি তারকাদের

শোক প্রকাশ দক্ষিনি তারকাদের

সুর সম্প্রাজ্ঞীর প্রয়াণে শোক স্তব্ধ দক্ষিনি তারকারাও। চিরঞ্জিবী থেকে শুরু করে মহেশবাবু সকলেই টুইটে শোক প্রকাশ করেছেন। তেলুগু তারকা চিরঞ্জিবী টুইটে লিখেছেন,হৃদয় ভেঙে গিয়েছে আজ। যে শূন্যতা তৈরি হল তা কোনও দিন পূরণ হবে না। তিনি তাঁর সৃষ্টির মাঝেই বেঁেচ থাকবেন। দক্ষিনের আরেক তারকা মহেশ বাবুও টুইটেশোক প্রকাশ করেছেন। লতাজির মত একজন লিজেন্ড নেই এটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। আর কেউ তাঁর জায়গা নিতে পারবে না। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন সুরকার, গীতিকার এ আর রহমানও। টুইটে নিজের সঙ্গে লতাজির ছবি েশয়ার করে অস্কার জয়ী লিখেছেন, তাঁর প্রতি ভালবাসা, সম্মান আর প্রার্থনা জানাই। অভিনেত্রী কাজল আগরওয়াল টুইটে লিখেছেন, ভারত তার নাইটিঙ্গেলকে হারাল। আমরা সকলে তাঁর গান তাঁর সৃষ্টির অভাব ভীষণভাবে অনুভব করব। বলিউডের আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগমও টুইটে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন তাঁর গান শুনে বড় হয়েছিল। তিনি ছিলেন আমাদের উৎসাহের উৎস।

 ভিড় বাড়ছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

ভিড় বাড়ছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

খবর শোনার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতােল ভিড় করতে শুরু করেছিলেন মুম্বইয়ের তাবর রাজনীতিকরা। ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর ছেলে আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের বড় বড় নেতা মন্ত্রীরা। আজ সন্ধে ৬টায় হবে শিল্পীর শেষ কৃত্য। তাঁর দেহ শায়িত থাকবে শিবাজী পার্কে। সেখানে এসে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল সাড়ে তিনটেয় শুরু হবে শেষ যাত্রা। কোভিড বিধি মেনেই অন্ত্যেষ্টি হবে বলে জানানো হয়েছে।পরিবারের লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছেন।

English summary
Lata Mangeshkar death update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X