For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে যোগদান সিনে জগতের জনপ্রিয় মুখ শিল্পার, রাজনীতিতে বাড়ছে ‘চকোলেট ফেস’

দিন সাতেক আগে কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ির হাত ধরে বলিউডি অভিনেত্রী ইশা কপিকার যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। এবার কংগ্রেসে যোগ দিলেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে।

  • |
Google Oneindia Bengali News

আরও এক বলিউডি তারকা অভিনেত্রী যোগ দিলেন রাজনীতিতে। দিন সাতেক আগে কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ির হাত ধরে বলিউডি অভিনেত্রী ইশা কপিকার যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। এবার কংগ্রেসে যোগ দিলেন 'ভাবিজি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে। বিজেপির পর কংগ্রেসে যোগ দিলেন আরও এক 'চকোলেট ফেস'।

ভোট লড়াইয়ে ‘চকোলেট ফেস’

ভোট লড়াইয়ে ‘চকোলেট ফেস’

লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। তার আগে দুই দলই ঘর গুছিয়ে নিতে চাইছে। চাইছে লোকসভার স্ট্র্যাটেজি ও প্রার্থী স্থির করে নিতে। কংগ্রেস যেমন করিনা কাপুরের মতো অভিনেত্রীকে সামনে আনার কথা ভাবছে, তেমনই বিজেপিও মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় মুখকে ভোট ময়দানে নামাতে চাইছে।

রাজনীতির লড়াইয়ে সিনে-জগৎ

রাজনীতির লড়াইয়ে সিনে-জগৎ

এই অবস্থায় লড়াইটা এখন রাজনীতির দুনিয়া ছাড়িয়ে পৌঁছে গিয়েছে সিনে দুনিয়ায়। বলিউড থেকে শুরু করে টেলিভিশন জগতের জনপ্রিয় মুখের দিকে হাত বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। শিল্পা শিন্ডে সিনে দুনিয়ায় বর্তমান জনপ্রিয় মুখ। লোকসভা নির্বাচনের আগেই তিনি যোগ দিলেন কংগ্রেসে। মুম্বইয়ে কংগ্রেসের একটি অনুষ্ঠানে তিনি তেরঙ্গা পতাকা হাতে তুলে নেন।

শিল্পার পা রাজনীতির ময়দানে

শিল্পার পা রাজনীতির ময়দানে

শিল্পা ১৯৯৯ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন। ২০১৬ সালে ভাবিজি ঘর পর হ্যায় সিরিয়াল থেকে তিনি সরে দাঁড়ান। এরপর তাঁর জীবনের নানা অজানা কথা সামনে আসে বিগ বসে। তা থেকেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। এরপর একের পর এক সিনেমায় তিনি নজর কাড়েন। এবার তিনি পা রাখলেন রাজনীতির ময়দানে।

করিনার পর জল্পনায় শিল্পাও

করিনার পর জল্পনায় শিল্পাও

রাজনীতির ময়দানে তিনি কতটা সফল হন, তা বলবে ভবিষ্যৎ। কংগ্রেস চাইছে তাঁকে মধ্যপ্রদেশের রাজনীতিতে ব্যবহার করতে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করাও হতে পারে। করিনার মতো এখন জল্পনা শুরু হয়েছে শিল্পাকে নিয়েও।

English summary
Bollywood star Shilpa Shinde joins in Congress at Mumbai. She can be candidate in Lok Sabha Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X