For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-স্মরণে দিলীপ-ঘরণী সায়রাবানু, ল্যান্ড মাফিয়ার হুমকির মুখে দিলেন টুইট বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছিলেন আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন প্রবাদপ্রতীম অভিনেতা দিলীপ ঘরণী সায়রাবানু।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছিলেন আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন প্রবাদপ্রতীম অভিনেতা দিলীপ ঘরণী সায়রাবানু। তিনি বিল্ডার সমীর ভোজওয়ানির হুমকির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও ইতিবাচক বার্তা দেন।

মোদী-স্মরণে দিলীপ-ঘরণী সায়রাবানু, ল্যান্ড মাফিয়ার হুমকির মুখে দিলেন টুইট বার্তা

অভিনেতা দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে সায়রা বানু জানান, এর আগে মহারাষ্ট্রের সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম। তিনি কিছু ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু আমি মনে করি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে, আরও ভালো ফল মিলবে। তাই তাঁর কাছে আমার আবেদন হুমকির মুখ থেকে তাদের রক্ষা করতে একটা ব্যবস্থা নিন।

তিনি জানান, সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে মুম্বইয়ের বিল্ডার সমীর ভোজওয়ানি। এরপরই তাঁদের হুমকির মুখে পড়তে হবে বলে আশঙ্কায় দিন কাটছে দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রাবানুর। অভিযোগ, মুম্বইয়ের পালি হিলসের বাংলো দখল করতে চেয়েছিল ভোজওয়ানি। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ওই বিল্ডারকে। কিন্তু ওই বিল্ডার এখন মুক্ত। দিলীপ কুমারের অসুস্থতার সুযোগ নিতে সে বদ্ধপরিকর।

দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আগেও একটি আবেদন পোস্ট করা হয়েছিল। সেখানে সায়রা বানু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন, ল্যান্ড মাফিয়া সমীর ভোজওয়ানি জেল থেকে ছাড়া পেয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের আশ্বাস সত্ত্বেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। টাকা ও পেশিশক্তির ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন তিনি।

গতবছরে সায়বা বানু অভিযোগ করেছিলেন ভোজওয়ানি ভুয়ো কাগজপত্র তৈরি করে, তাঁর বাংলো দখল করতে যান। সেই সময় মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ভোজওয়ানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেফতারও করা হয় ভোজওয়ানিকে। সম্প্রতি ভোজওয়ানি ছাড়া পেয়েছে।

English summary
Bollywood star Saira Banu approaches PM & Maharashtra CM alleging threat from builder Samir Bhojwani. She gives tweet message from Dilip Kumar’s twitter handle,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X