For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে 'মহিলা' মেক আপ শিল্পীদের উপর নিষেধাজ্ঞা বেআইনি, বলল শীর্ষ আদালত

Google Oneindia Bengali News

বলিউডে 'মহিলা' মেক আপ শিল্পীদের উপর নিষেধাজ্ঞা বেআইনি, বলল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ১০ নভেম্বর : প্রায় ৬ দশক থেক চলে আসা সিনেমা জগতে মহিলা মেক আপ শিল্পীর যে নিষেধাজ্ঞা ছিল তা অনৈতিক বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এই নিষেধাজ্ঞা নিশ্চিতভাবে সাংবিধানিক মূল্য ও নীতি লঙ্ঘণের শামিল।

মহিলা বলে যাদের 'মেকআপ আর্টিস্ট আই কার্ড' বাতিল করে দেওয়া হয়েছে তাদের তরফে মেক আপ শিল্পী চারু খুরানা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই রায় ছিল এদিন। মহিলাদের পক্ষেই রায় দিয়েছে আদালত।

বলিউডের কলাকলুশলী, হেয়ারড্রেসার, ক্যামেরা, পোশাক , কোনওক্ষেত্রে যখন মহিলাদের উপর নিষেধাজ্ঞা নেই তাহলে কেন মেক আপ শিল্পীদের উপর এই নিষেধাজ্ঞা থাকছে তা নিয়েও তোলা হয় প্রশ্ন। শ্রমিক সংগঠনের কথায়, পুরুষরা যাতে কাজ থেকে বঞ্চিতা না হয় তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা।

মামলাকারী চারু খুরানার কথায়, বহু বছর ধরে এই রায় পাওয়ার জন্য আমরা লড়াই করে আসছি। অ্যাসোসিয়েশন, প্রযোজকদের কাছে বারবার অপমানিত হতে হয়েছে। আমার মনে হয় না যে আগামী দিনে এধরণের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। কারণ , শীর্ষ আদালতের রায়ে এখন এটা কিন্তু ফৌজদারি মামলার আওতায় পড়বে।

শীর্ষ আদালতের এই রায় আপাতত মহারাষ্ট্রের জন্যই শুধুমাত্র লাগু হবে। একইসঙ্গে সিনে কস্টিউম মেক আপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার ড্রেসার অ্যাসোসিয়েশনের সদস্যপদ পেতে গেলে হেয়ারড্রেসারদের রাজ্য কমপক্ষে শেষ ৫ বছর থাকার যে বাধ্যতামূলক নিয়ম ছিল তাও খারিজ করা হয়েছে।

English summary
Bollywood Ban on Women Make-Up Artists Ends, Supreme Court Says It's Illegal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X