For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ছেড়ে বিজেপিতে মৌসুমী! মুকুলের হাতে ধরে দলবদলে ‘মোদীভক্তি’র পরিচয়

জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মৌসুমী নিজেই জানিয়েছিলেন সে কথা।বুধবার দিল্লিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মৌসুমী

  • |
Google Oneindia Bengali News

জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মৌসুমী নিজেই জানিয়েছিলেন সে কথা। বুধবার দিল্লিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মৌসুমী। এর আগে কংগ্রেসের টিকিটে লোকসভায় প্রার্থী হয়েছিলেন। এবার তাঁর বিজেপির টিকিটে বাংলা থেকে লড়ার সম্ভাবনা।

বিজেপিতে যোগ মৌসুমীর

এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নিজেকে মোদীর একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায়। বিজেপির প্রস্তাব মেনে তিনি দিল্লিতে গিয়ে পদ্মশিবিরে যোগ দেন। মুম্বইয়ে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত হয় এই যোগদানের বিষয়টি।

তারকা প্রার্থীর সন্ধানে সফল

তারকা প্রার্থীর সন্ধানে সফল

ন২০১৯-এর লক্ষ্যে বিজেপি এবারও বাংলায় তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে। সেই লক্ষ্যেই লোকসভা নির্বাচনে বাংলার দায়িত্বপ্রাপ্ত মুকুল রায় পাড়ি দিয়েছিলেন মুম্বই। বলিউড তারকাদের মধ্যে যাঁদের বাংলা-যোগ রয়েছে, তাঁদের বিজেপিতে নামানোই লক্ষ্য ছিল তাঁর। মৌসুমী চট্টোপাধ্যায়ের যোগদানে সেই লক্ষ্যে আংশিক সফল হলেন মুকুল রায়।

মৌসুমীর পরও মুকুলের টার্গেটে বলিউড

মৌসুমীর পরও মুকুলের টার্গেটে বলিউড

মুকুল রায়ের সঙ্গে যে কিছু বলিউড তারকার বৈঠক হয়েছিল, তা স্বীকার করেছিলেন তিনি। কিন্তু তাঁরা কারা, তা স্পষ্ট করতে চাননি তখন। মৌসুমী চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের পর মুকুল রায়ের উদ্যোগ স্পষ্ট হয়ে গেল। এবার দেখার মৌসুমী চট্টোপাধ্যায়ের পর আর কারা যোগ দেন বিজেপিতে।

অভিজিতের সঙ্গেও বৈঠক, তবে...

অভিজিতের সঙ্গেও বৈঠক, তবে...

মুম্বই কাঁপানো গায়ক অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গেও মুকুল রায়ের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছিল। এ ব্যাপারে অবশ্য কোনও পক্ষই সত্যতা স্বীকার করেনি। অভিজিৎ নিজে বিজেপির টিকিটে লোকসভায় লড়াই বা বিজেপি-যোগের কথা সমূলে উৎখাত করেছেন। অভিজিৎ সরাসরি বলেছেন, আমার সঙ্গে এমন দেখা তো সবসময়ই হচ্ছে বিজেপি-সহ অনেক দলের নেতানেত্রীদের। তিনি স্পষ্ট বলেন, আমার কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খাও নেই।

পাখির চোখ বাংলা

পাখির চোখ বাংলা

বাংলা এবার বিজেপির পাখির চোখ। ২০১৯-এর মহাযুদ্ধে জিততে বাংলায় তাই অনেক আগে থেকেই কোমর বেঁধেছে বিজেপি। ২২টি আসনে জয়ের টার্গেট নিয়ে আসরে নেমেই রথযাত্রার ডাক দিয়েছিল। মমতার পাল্টা ব্রিগেডের সভাও ডেকেছে তারা। এই অবস্থায় বিজেপি পরিকল্পনা করেছে তৃণমূলকে ফাইট দিতে পারবে এমন প্রার্থী স্থির করতে। সেই কারণেই এবার বলিউডের দিকে হাত বাড়িয়েছে বিজেপি।

English summary
Bollywood actress Mousumi Chatterjee joins in BJP at Delhi. Mukul Roy initiates to join her and she can be candidate in Loksabha Election 2019 in Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X