For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লেন ওড়ানো-নাসার ট্রেনিং থেকে বই লিখবেন! জীবনকে ভালোবেসে ৫০টি স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন সুশান্ত

প্লেন ওড়ানো-নাসার ট্রেনিং থেকে বই লিখবেন! জীবনকে ভালোবেসে যে ৫০ টি স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন সুশ

  • |
Google Oneindia Bengali News

অকালেই চলে গেলেন ৩৪ বছরের তরতাজা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডে স্বল্প সময়ে সুনাম অর্জনে তরুণ প্রজন্মের অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে থাকবেন সুশান্ত। ভিন্ন ধরনের চরিত্র নির্বাচনে বারবার তাক লাগিয়ে দিতে পারতেন।

তার চেয়েও বড় সবসময় চমক দিতে ভালোবাসতেন। সিনেমায় এসে পড়া তাও সুশান্তের আকস্মিক। দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে থিয়েটারে ভালোবাসা, মুম্বইয়ে এসে ছোট পর্দায় কাজ সেখান থেকে কাই পো চে দিয়ে বলিউডে পা রাখা।

এরপর শুদ্ধ দেশী রোম্যান্সের মধ্য দিয়ে বলিউডে মাটি শক্ত করেন সুশান্ত। শুধু অভিনয় নয়, আরও অনেক কিছু হতে চাইতেন। স্কিল ছিল, বিশ্বাস করতেন তাই নিজেকে প্রতিদিন একটা আলাদা চরিত্রে অভিনয় করতে দেখতে চাইতেন। সেই ভেবেই স্বপ্নের খাতা তৈরি করেছিলেন সুশান্ত সিং।

৫০ টি অধরা স্বপ্ন

৫০ টি অধরা স্বপ্ন

মুম্বইয়ে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর দেহ উদ্ধার হলেও আজ কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। নোটের বদলে সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল সুশান্তের স্বপ্নের নোট।

কী আছে সেই স্বপ্নের তালিকায়

কী আছে সেই স্বপ্নের তালিকায়

স্বপ্নের তালিকায় চোখ রেখে ফ্যানেরা অবাক। এমন মানুষও অবসাদে ভুগতে পারেন।অনেকেই তালিকা দেখে লিখেছেন এমন দিলখোলা জীবনপ্রেমী মানুষের হঠাৎ কেন মৃত্যুর প্রতি আসক্তি হল, কোনও উত্তর নেই!

প্লেন চালানো থেকে পডু়য়াদের নাসার ওয়ার্কশপের জন্যে সুযোগ করে দেওয়া

প্লেন চালানো থেকে পডু়য়াদের নাসার ওয়ার্কশপের জন্যে সুযোগ করে দেওয়া

৫০ টি স্বপ্ন পূরণের তালিকায় প্রথমে সুশান্ত প্লেন চালানো শিখতে চেয়েছেন। দুই নম্বরে তালিকায় রয়েছে একশো পড়ুয়াকে নাসায় ওয়ার্কশপ করতে পাঠানোর ইচ্ছা।

বাঁ-হাতে ক্রিকেট খেলার ইচ্ছা

বাঁ-হাতে ক্রিকেট খেলার ইচ্ছা

তিন নম্বরে রয়েছে বাঁ-হাতে ক্রিকেট ম্যাচ খেলার ইচ্ছা। মজার বিষয় বেশ যত্ন নিয়ে এভাবে তালিকা তৈরি রয়েছেন। এক রঙের কালিতে নয়। নীল, কালো, সবুজ বিভিন্ন রঙের কালিতে সুশান্ত এভাবে ইচ্ছার খাতা তৈরি করেছিলেন।

গাড়ি প্রেম

গাড়ি প্রেম

নিজের একটা ল্যাম্বরগিনি কিনতে চেয়েছিলেন সুশান্ত। এরপর আরও রয়েছে, ট্রেনে করে গোটা ইউরোপ ঘুরতে চেয়েছিলেন সুশান্ত।

স্পেস ট্রেনিং

স্পেস ট্রেনিং

স্পেস ট্রেনিং নিতে চেয়েছিলেন সুশান্ত, ভারতের সবচেয়ে বড় লাইব্রেরী গড়তে চেয়েছিলেন। বই লিখতেও চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

English summary
Bollywood actor sushant singh rajput died, shared 50 dreams to fulfill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X