For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জাস্টিস ফর কাঠুয়া গণধর্ষণ', গর্জে উঠল বলিউড, আওয়াজ উঠুক আপনার গলাতেও

মন্দিরের মধ্যে ৭দিন ধরে আটকে রাখা হয়েছিল ছোট্ট মেয়েটিকে। ছ'জন মিলে লাগাতার ধর্ষণ করেছিল শিশুটিকে। এতেও শেষ হয়নি, মুসলিম ও হিন্দুদের মধ্যে স্থানীয় বিবাদের কড়া মূল্য চোকাতে হয়েছে ৮ বছরের নাবালিকাকে।

Google Oneindia Bengali News

মেয়েটির বয়স কত জানেন? মাত্র ৮ বছর। কী হয়েছিল তার সঙ্গে? মন্দিরের মধ্যে ৭দিন ধরে আটকে রাখা হয়েছিল ছোট্ট মেয়েটিকে। ছ'জন মিলে লাগাতার ধর্ষণ করেছিল শিশুটিকে। এতেও শেষ হয়নি, মুসলিম ও হিন্দুদের মধ্যে স্থানীয় বিবাদের কড়া মূল্য চোকাতে হয়েছে তাকে। মাথা থেঁতলে খুন করে তার দেহটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলের মধ্যে। এমনকী, বালিকাটিকে বন্দি করার সময় রাস্তা দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল মন্দির পর্যন্ত।

এমন এক নৃশংসতার কাহিনি যা চোখে জল আনবে

চলতি বছরের জানুয়ারির এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে সরগরম হলেও তারপর সেভাবে আর কল্কে পায়নি ছোট্ট বালিকার বীভৎস পরিণতির খবর। কিন্তু সেই ঘটনা আবার ফিরে এসেছে খবরের শিরোনামে। এবার তার হত্যার দোষীদের শাস্তির দাবিতে গলা তুলল বলিউড। অভিষেক বচ্চন থেকে শুরু করে জাভেদ আখতার, ফারহান আখতার, স্বরা ভাস্কর, অতুল কাসবেকর, হংসল মেহতা, বিশালা দালানি- কে নেই এই প্রতিবাদীদের দলে। বলতে গেলে তামাম বলিউড এখন নেমে পড়েছে 'জাস্টিস ফর কাঠুয়া গণধর্ষণ'- র জন্য।

জাভেদ আখতার জানিয়েছেন, 'মহিলাদের সুরক্ষার পক্ষে সওয়াল করার এটাই সেরা সময়, সকলে এগিয়ে এসে মুখ খুলুন।' অভিষেক বচ্চন তাঁর টুইটার অ্যাকাউন্টে কাঠুয়ার গণধর্ষিতার ছবি পোস্ট করে সঙ্গে হ্যাসট্যাগ দিয়ে তাতে ধর্ষিতার নাম লিখে প্রতিবাদ জানিয়েছেন। পরিচালক হংসল মেহতা নিউ ইয়র্ক টাইমসের একটি লেখা রিটুইট করেছেন। এই লেখায় নিউ ইয়র্ক টাইমস বিস্তারিতভাবে নাবালিকার হত্যা কাহিনি বিবৃত করেছে এবং দেখিয়েছে কীভাবে হিন্দুরা এই নৃশংসতার প্রতিবাদের নামে আসল দোষীদের আড়াল করছে। হংসল মেহতা তাঁর শেয়ার করা পোস্টের তলায় প্রশ্ন তুলেছেন এটাই কি জাতীয়তাবাদ ?

সোনম কাপুর সোশ্য়াল মিডিয়ায় আসিফার হত্যার ঘটনায় জড়িত হিন্দু এবং তাদের বাঁচানোর চেষ্টায় কসরত করে চলা হিন্দুদের কড়া বার্তা দিয়েছেন। তিনি তাঁর টুইটে মিথ্যা দেশপ্রেমিক ও জাল হিন্দু বলে দুটি শব্দও ব্যবহার করেছেন। এই মিথ্যা দেশপ্রেম ও জালি হিন্দুদের জন্য তাঁর লজ্জা হচ্ছে বলেও মন্তব্য করেছেন সোনম। তাঁর দেশে এমন ঘটনা যে ঘটতে পারে তা কল্পনাতেও নাকি তিনি আনতে পারছেন না বলে টুইটারে করা পোস্টে লিখেছেন সোনম।

পরিচালক, প্রযোজক ও অভিনেতা ফারহান আখতারও এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি লিখেছেন, 'একবার ভেবে দেখুন একটি ৮ বছরের মেয়েকে টেনে-হিঁচড়ে, ছেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং বন্দি বানানো হচ্ছে। দিনের পর দিন তাকে ধর্ষণ করা হচ্ছে এবং শেষে তারা তাকে খুন করছে। যদি এরপরও আপনি তাঁর আতঙ্ককে অনুভব করতে না পারেন তাহলে আপনি মানুষ-ই নন। আপনি যদি আসিফার জন্য বিচার পেতে সওয়াল করেন তাহলে আপনি কিছুই নন।'

আরএক অভিনেত্রী স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটা ৮ বছরের শিশুকে অপহরণ করে মন্দিরে গণধর্ষণ করে খুন করা হল। কারণ, সে সেই মুসলিম পরিবারের মেয়ে যাদের কে এলাকা থেকে উৎখাত করতে চাইছিল হিন্দুত্বের মৌলবাদীরা।'

অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, '৮ বছরের মেয়েকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হল এবং তার বিচারের জন্য লড়াই করা বাবার পুলিশ হেফাজতে মৃত্যু। আমাদের হয় এর জন্য গলা চওড়া করতে হবে না হলে নীরব দর্শকের মতো থাকতে হবে। উঠে দাঁড়ান, সেরকম হলে একা একাই আওয়াজ ওঠান।'

চলচ্চিত্র পরিচালক শীর্ষ কুন্দর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন,'দয়া করে এই লেখাটা পড়ুন। যদি আপনার রক্ত গরম হয়ে ওঠে তাহলে এই লেখাটা শেয়ার করুন। এটাই সঠিক সময় কারণ একদল কিছু শয়তানকে বাঁচানোর চেষ্টা করছে। মানবিকতা আজও বেঁচে আছে আমাদের সেটা প্রমাণ করতে হবে।'

আরও এক অভিনেত্রী টিসকা চোপড়া লিখেছেন, 'খুবই বেদনাদায়ক, মর্মান্তিক এই ঘটনা। সরকার কতটা কড়াভাবে এতে কাজ করে সেটাই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর দফতর আপনারা কি শুনতে পাচ্ছেন। যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি এদের আর ভোট দেব না।'

অভিনেতা রাহুল বোস তাঁর টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, 'ধারনার বাইরে এক ঘটনা। যা শুধু রোজ কুড়ে কুড়ে খাচ্ছে তা নয়, সমস্ত স্তরে একটা অসন্তোষ তৈরি করেছে। সমাজের কোন দিকটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তা আমাদের ঠিক করতে হবে।'

এমনকী, রিচা চাড্ডা, রণবীর শো-এর মতো অভিনেত্রী, অভিনেতারাও জাস্টিস ফর কাঠুয়ার জন্য গর্জে উঠেছেন। অক্ষয় কুমার তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'সমাজ হিসাবে আমরা ব্যর্থ। কাঠুয়ার ৮ বছরের ধর্ষিতার নিস্পাপ মুখটা আমাকে লড়াই থেকে সরে আসতে বাধা দিচ্ছে। যে কোনও মূল্যে বিচার পাওয়া উচিত।'

অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গিয়েছে। রাগে ও ক্ষোভে আমি ফুঁসছি। ৮ বছরের একটি মেয়ে-কে কতটা নৃংসতা সহ্য করতে হয়েছে ভেবে আমি ভেঙে পড়েছি। একদল অপরাধি যারা আমাদের মনের ঐক্যকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে!'

English summary
Now entire Bollywood has come up for the justice of Asifa, a 8 years old girl in Kathua, who was dugged and captivated in a temple. At last raped by goons for seven days and murdered at last.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X