For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব সাগরে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রের মুখ্যসচিব, অংসখ্য সাংবাদিক নিয়ে ডুবল বোট, মৃত ১

দুর্ঘটনার অভিঘাত না মানুষের গাফিলতি? এই প্রশ্ন আরও একবার সামনে চলে এল। কারণ, এই উৎসবের মরসুমে ফের একবার ভয়াবহ ঘটনার সাক্ষী হল দেশ।

Google Oneindia Bengali News

দুর্ঘটনার অভিঘাত না মানুষের গাফিলতি? এই প্রশ্ন আরও একবার সামনে চলে এল। কারণ, এই উৎসবের মরসুমে ফের একবার ভয়াবহ ঘটনার সাক্ষী হল দেশ। এবারের ঘটনাটি মুম্বই-এর মেরিন ড্রাইভ সৈকত থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে। যেখানে একটি সরকারি ক্রুজ বোট উল্টে যায়। বোটটিতে ছিলেন একাধিক সরকারি আধিকারিক-সহ মহারাষ্ট্রের মুখ্যসচিব। এছাড়াও ছিলেন ৪০ জন সাংবাদিক ও টেলিভিশন ক্রু।

অভিশাপ না কি গাফিলতি, পুজোর মরসুমে ফের প্রাণ গেল

বোটটি উল্টে যাওয়ার পর সকলকে উদ্ধার করা গেলেও এক জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বছর পঁচিশের এই য়ুবকের নাম সিদ্ধেশ পাওয়ার। তিনি একটি রাজনৈতিক দলের কর্মী বলে জানা গিয়েছে। এছাড়াও আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরব সাগরের বুকে ছত্রপতি শিবাজী মহারাজ মেমোরিয়াল-এ বুধবার সন্ধ্যায় এক পুজোর আয়োজন করা হয়েছিল। এই পুজো উপলক্ষ্য়েই বোটে চেপে সেখানে যাচ্ছিল এই বোটটি। কিন্তু, বুধবার বিকেল ৪.১৫টা নাগাদ বোটটি আরব সাগরের বুকে উল্টে যায়। দুই জখমের পরিচয়ও জানা গিয়েছে। এরা হলেন বছর পঞ্চাশের ভিক্রান্ত আম্বারে ও বছর তিপান্নর অশোক লোধা। প্রাথমিক চিকিৎসার পর এদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বোট উল্টে যাওয়ার খবর পেতেই আরব সাগরে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড ও মেরিন পুলিশ। দুটো হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার। মৃত সিদ্ধেশের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

অভিযোগ উঠেছে, বোটটি যে সংস্থার অর্থাৎ এমআরএম সংস্থার কাগজপত্র ঠিক নেই। দুর্ঘটনাগ্রস্থ বোটটির কম্পিটেন্সি সার্টিফিকেট, কর্মীদের যোগ্যতার সার্টিফিকেট এবং যাত্রী বহনের ক্ষমতা সম্পর্কিত কোনও তথ্যই সঠিকভাবে নেই বলেও অভিযোগ। এমনকী বোটে পর্যাপ্ত লাইভ জ্যাকেট না রেখে সরকারি নিয়মকেও বুড়ো আঙুল দেখানো হচ্ছে দিনের পর দিন।

এমনকী বোটটি যারা চালাচ্ছিল সেই কর্মীরাও দক্ষ নন। আরবসাগরের যে দিকে পাথুরে সমুদ্র স্পৃষ্ট রয়েছে বোটটিকে সেদিকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আর সেই ডুব পাহাড়েই ধাক্কা লেগে বোটটি উল্টে গিয়েছিল বলেও অভিযোগ। সম্পূর্ণ অনভিজ্ঞতা থেকে এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। আরও অভিযোগ, বোটটি যারা চালাচ্ছিল তারা এক অবসরপ্রাপ্ত নেভি অফিসারের ছেলে। সমুদ্রের বুকে কীভাবে বোট চালাতে হয় এই নিয়ে এদের কোনও প্রশিক্ষণ নেই বলেও অভিযোগ করা হয়েছে।

English summary
The incident has happened in 4.15PM on Wednessday. All were going to Chatrapati Shivaji Maharaja Memorial for Puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X