For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নজিরবিহীন' দুর্যোগে মুম্বই পুরসভায় কর্মীদের ছুটি বাতিল , বন্ধ স্কুল,কলেজ

প্রতিবছরই বর্ষার মরশুমে জল দাঁড়ায় এই শহরে । তবে এবছরের বর্ষণকে 'বিরল' বলে ব্যাখ্যা করেছে মুম্বই পুরসভা।

  • |
Google Oneindia Bengali News

অবিরাম বর্ষণে বিপর্যস্ত-ক্লান্ত মুম্বই শহর। বেশ কিছু জায়গায় ট্রেন চলাচল শুরু হলেও, বিপর্যয়ের মধ্যে রয়েছে সেখানের বাকি পরিষেবা। প্রতিবছরই বর্ষার মরশুমে জল দাঁড়ায় এই শহরে । তবে এবছরের বর্ষণকে 'নজিরবিহীন'বলে ব্যাখ্যা করেছে মুম্বই পুরসভা। এদিকে, বৃষ্টির জেরে বাড়ি ধসে মুম্বইয়ের একজায়গায় মারা গিয়েছেন ৩ জন। একনজরে দেখে নেওয়া যাক মুম্বইের 'জলছবি'।

 মুম্বই পুরসভায় ছুটি বাতিল

মুম্বই পুরসভায় ছুটি বাতিল

প্রবল বর্ষণের জেরে চরম বিপর্যয়ে রয়েছে মুম্বই। ট্রাফিক থেকে শুরু করে বহু পরিষেবাই ভেঙে পড়েছে বাণিজ্যনগরীতে। ফলে গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুরসভাকে। তাই বাতিল করা হয়েছে পুরকর্মীদের ছুটি।

 সতর্ক এনডিআরএফ

সতর্ক এনডিআরএফ

মুম্বইয়ে যাবতীয় দুর্যোগে ত্রাণের জন্য সতর্ক রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে । যেকনও পরিস্থিত মোকাবিলায় লড়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত।

 মুম্বই পুলিশের ঘোষণা

মুম্বই পুলিশের ঘোষণা


শহরবাসীদের উদ্দেশে মুম্বই পুলিশ জানিয়েছে, যেখানে যেখানে জল কোমর সমান সেখানে গাড়ি নিয়ে রাস্তায় যেন না বের হন বাসিন্দারা।

বন্ধ স্কুল, কলেজ

বন্ধ স্কুল, কলেজ

প্রবল বর্ষণে মুম্বইয়ে ক্ষতিগ্রস্ত নানা এলাকা। এরকম অবস্থায় মুম্বইয়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ছুটি ঘোষণা করে মহারাষ্ট্র সরকার।

বিভিন্ন অফিসে জল

বিভিন্ন অফিসে জল

শুধু মুম্বইয়ের রাস্তায় নয়, বিভিন্ন অফিসের মধ্যে ঢুকেছে জল। ফলে সেখানেও রীতিমত সমস্যায় কর্মীরা।

বান্দ্রা-ওরলি সি লিঙ্ক বন্ধ

বান্দ্রা-ওরলি সি লিঙ্ক বন্ধ

বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা তা একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবল বর্ষণের জেরে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

 আরও বৃষ্টির আশঙ্কা

আরও বৃষ্টির আশঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মম্বই জুড়ে। তবে আবহাওয়া দপতর জানিয়েছে ঘন মেঘ উড়ে যাচ্ছে উত্তরের দিকে। তবে সমস্ত শহরবাসীদেক দুর্যোগের আশঙ্কা করে ঘরে প্রয়োজনীয় খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

মানবিক মুম্বই

মানবিক মুম্বই

এরইমধ্যে দেখা গেল মুম্বইবাসীর মানবিক দিকটি। সেখানে জল্মগ্ন রাস্তায় আটকে পড়া মানুষজনকে বিস্কিট জাতীয় খাবার দিতে এগিয়ে আসেন কয়েকজন স্থানীয়। এদিকে, ভারতীয় নৌসেনার তরফেও আটকে পড়া মানুষকে খাবার বিতরণ করা হয়।

English summary
Heavy downpour will continue at Mumbai on Wednesday too, the Met department has warned. Life was thrown out of gear on Tuesday following heavy rains in Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X