For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিএমএসি

‌বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিএমএসি

Google Oneindia Bengali News

অযোধ্যা–বাবরি মসজিদ বিতর্কিত জমির ঐতিহাসিক রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট এবং ভগবান রামলল্লার পক্ষেই সেই রায় দেওয়া হয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পুর্নবিবেচনার আর্জি জানিয়েছিলেন অনেকে। কিন্তু সম্প্রতি সেই আবেদনগুলি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদ অ্যাকশন কমিটি (‌বিএমএসি)‌ শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবে বলে ভাবনা–চিন্তা করছে।

‌বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিএমএসি


এর আগে দেশের সর্বোচ্চ বিচারপতি রঞ্জন গগৌয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে বলা হয় যে গোটা ২.‌৭৭ একর জমিতেই মন্দির নির্মাণ করা হবে এবং মন্দির কমিটি জমির দেখভাল করবে। এর পাশাপাশি আদালত এও বলে যে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে হবে, ওই জমিতে মসজিদ গড়ে তোলা হবে। বুধবার উত্তরপ্রদেশের লখনউয়ে বিএমএসি ইসলামিয় ডিগ্রি কলেজে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে সুপ্রিম কোর্টে আলাদা একটি আবেদন করা হবে যেখানে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হবে।

কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে জানিয়েছিলেন যে আগামী চারমাসের মধ্যে অযোধ্যায় আকাশচুম্বী রাম মন্দির তৈরি হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে সরকার রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টও গঠন করে ফেলবে কিছু সপ্তাহের মধ্যেই। শীর্ষ আদালত জানিয়েছিল যে তিনমাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর হিন্দুরা সকলেই খুশি হন, কারণ তাঁরা বিশ্বাস করেন যে অযোধ্যার এই জমিতেই রাম জন্মেছিলেন।

English summary
Along with this, the BMAC in a meeting, which was held on Wednesday at Islamia Degree College in Uttar Pradesh's Lucknow, decided to file a seprate petition seeking the debris of the Babri Masjid to be given to them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X