For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্তে নোংরা হবে টহলদারি গাড়ি! উত্তর প্রদেশ পুলিশের কর্তব্যে হতবাক দেশ, এ কেমন মানবিকতা

সারা গায়ে রক্ত। রাস্তায় পড়ে দুই কিশোর তখন কাতরাচ্ছে। দুর্ঘটনা স্থলে তখন পৌঁছে গিয়েছে পুলিশ। আশা একটাই এবার তাদের উদ্ধার করে নেবে রক্ষকরা।

  • |
Google Oneindia Bengali News

সারা গায়ে রক্ত। রাস্তায় পড়ে দুই কিশোর তখন কাতরাচ্ছে। দুর্ঘটনা স্থলে তখন পৌঁছে গিয়েছে পুলিশ। আশা একটাই এবার তাদের উদ্ধার করে নেবে রক্ষকরা। নিয়ে যাওয়া হবে হাসপাতালে। কিন্তু না ! তা হল না উত্তরপ্রদেশের সাহারানপুরে। সেখানকার ৩ পুলিশক্রমী চাননি , তাঁদের গাড়িতে রক্তের দাগ লাগুক। তাই রাস্তায় কাতরানো কিশোরদের সাহায্য করার কথা এতটুকুও, ভাবেননি তাঁরা। যার ফলে মৃত্যুর কবলে ঢোলে পড়ে ওই দুই কিশোর।

রক্তাক্ত ২ কিশোর রাস্তায় কাতরাল, তবুও পুলিশ নিয়ে গেলনা হাসপাতালে, রক্ষকরা কেন করলেন এরকম

আহতদের রক্তে এই পুলিশদের গাড়ি 'টয়োটা ইনোভাতে' দাগ লাগলে তা খারাপ দেখতে হয়ে যাবে..., এই আশঙ্কা থেকে জীবন্ত দুই মানুষকে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রাথমিক কর্তব্যটুকুও মনে হয়নি উত্তরপ্রদেশ পুলিশের। এদিকে, দুর্ঘটনাস্থলে পৌঁছনো রাস্তাচলতি মানুষ বার বার পুলিশের কাছে ওই দুই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন। আর এই গোটা ঘটনার ভিডিও এই মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে সোশ্য়াল মিডিয়ায়।

জানা যায়, দুই দশম শ্রেনির ছাত্র মোটর সাইকেল করে বাড়ি ফেরার সময়ে একটি লাইটপোস্টে ধাক্কা খেয়ে চরম আহত হয়ে পড়ে। সেই সময় পুলিশের পেট্রোলিং কার রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তাতেই দুই কিশোরকে তুলে নেওয়ার জন্য আবেদন করেন উপস্থিত মানুষ জন। পুলিশের সেই গাড়িতে আহতদের না তোলা হলেও, কিছুক্ষণ পরেই স্থানীয় টেম্পোতে করে আহতদের হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা। হাসপাতেল পৌঁছতেই কিশোরদের মৃত বলে জানান চিকিৎসকরা। এদিকে, উত্তরপ্রদেশ পুলিশের তরফে , ওই ৩ পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সাহারনপুর সিটি পুলিশ চিফ প্রবল প্রতাপ সিং।

English summary
The two teenagers lay bleeding on the road; the police had reached the accident site but they wouldn't move them. Because the three policemen didn't want the blood to stain the seats of their patrol car.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X