For Quick Alerts
For Daily Alerts
অরুণাচল প্রদেশে তুষার ঝড়ে বিপর্যস্ত ১২৭ পর্যটক, মৃত ১
তাওয়াং, মার্চ ২০: অরুণাচল প্রদেশের একাংশ বিপর্যস্ত প্রটণ্ড তুষার ঝড়ে। এই প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। জানা গিয়েছে তুষারঝড়ের কবলে পড়ে মারা গিয়েছেন একজন বুলগেরিয়ান পর্যটক।
রবিবার তাওয়াং এর কাছে সেলা পাস থেকে ১২৭ জন পর্যটককে উদ্ধার করেছে সেনা। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন একজন বিদেশি পর্যটক।

শনিবার দুপুর থেকে শুরু হয় এই তুষার ঝড়। মূলত অরুমাচলপ্রদেশের সেলা পাস অঞ্চলে শুরু হয় এই তুষার ঝড়। বহু মানুষ এতে আটকে পড়ায়, উদ্ধার কাজে নামে সেনা।
উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ছাউনিতে চলছে চিকিৎসার কাজ। আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন জাপান , নিউ জিল্যান্ড ও বুলগেরিয়ার বহু নাগরিক।