For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিস্ফোরণকে 'জঙ্গি হামলা'-র তকমা দিল ইজরায়েল! অনিশ্চিত অমিত শাহের বঙ্গ সফর

Google Oneindia Bengali News

দিল্লির তুঘলক রোডে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ। এটিকে দিল্লি পুলিশের তরফে ছোটো ঘটনা বলে দাবি করা হলেও, এটিকে জঙ্গি হামলা বলে আখ্যা দিল ইজরায়েল। দিল্লির বিজয় চকে চলছে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা৷ সেই বিজয় চক থেকে ইজরায়েলের দূতাবাসের দূরত্ব ২ কিলোমিটারের কম৷ পুলিশ জানিয়েছে, এটি মূলত আইইডি বিস্ফোরণ করা হয়েছে৷ এদিকে জানা গিয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপাতত শনিবার তাঁর অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। তাছাড়া রবিবারও তিনি না পৌঁছতে পারেন বাংলায়। সেই ক্ষেত্রে ডুমুরজলার সভায় কেন্দ্রীয় স্তরের বড় কোনও নেতা এসে যোগদান সভার রাশ ধরবেন। তবে হাওড়ার সভা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হমলা-র তকমা দিল ইজরায়েল! অনিশ্চিত অমিত শাহের বঙ্গ সফর

এদিকে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া য়ায়নি৷ কিন্তু বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী৷ এছাড়া আবদুল কালাম রোড বন্ধ করে রাখা হয়েছে৷ সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছেছেন৷ ঘটনার তদন্তে করছে এনআইএ-র বিশেষ দল৷

পুলিশ জানায়, একটি প্লাস্টিক ব্যাগে করে এই আইইডি রাখা হয়েছিল৷ বিস্ফোরণের জেরে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ির কাচ ভেঙে গেছে৷ যদিও কোনও হতাহতের খবর পাওয়া য়ায়নি৷ কিন্তু বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী৷ এছাড়া আবদুল কালাম রোড বন্ধ করে রাখা হয়েছে৷ সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছেছেন৷

English summary
Blast near Israeli embassy in Delhi, Israel calls it 'terrorist incident'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X