For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলফিনস্টোন দুর্ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি শিবসেনার

মুম্বইয়ের এলফিনস্টোন রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজে দুর্ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি শিবসেনার

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের এলফিনস্টোন রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর। এই দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে কাঠগড়ায় তুলে তাঁর পদত্যাগ দাবি করল বিজেপির একসময়ের সঙ্গী শিবসেনা। এই ফুটওভার ব্রিজকে আরও চওড়া করার দাবি জানিয়ে ২০১৫ সালের এপ্রিল মাসেই রেলমন্ত্রকে চিঠি দিয়েছিলেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ রাহুল শেওয়ালে।

[আরও পড়ুন: মুম্বইতে গুজবের জেরে পদপিষ্ট হয়ে মৃত ২২, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর][আরও পড়ুন: মুম্বইতে গুজবের জেরে পদপিষ্ট হয়ে মৃত ২২, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর]

এলফিনস্টোন দুর্ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি শিবসেনার

তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে বিষয়টি জানানো সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি বলেই অভিযোগ শিবসেনার। সেইসময়ে রাহুল শেওয়ালের চিঠির জবাবে সুরেশ প্রভু জানিয়েছিলেন, আর্থিক ও অন্যান্য অনেক সমস্যার ফলে সকলের দাবি-দাওয়া পূরণ করা সম্ভব নয়। শুক্রবার এই দুর্ঘটনার জন্য রেলমন্ত্রককেই দায়ী করে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়েছে উদ্ধব ঠাকরের দল।

অপরদিকে এদিনই মুম্বইয়ে আহতদের দেখতে কেইএম হাসপাতালে যান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেখান থেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। রেলমন্ত্রী জানিয়েছেন, যেখানেই রেল ফুটওভারব্রিজ সম্প্রসারণের প্রয়োজন, সেখানে তৎপরতার সঙ্গে তা করা হবে। সেইসঙ্গে মুম্বইয়ের যে রেল ফুটওভারব্রিজগুলি সংকীর্ণ ও বেশি ভিড় হয়, সেগুলির নিরাপত্তা সংক্রান্ত অডিট রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

এলফিনস্টোন স্টেশনে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আলাদা করে আরও ৫ লক্ষ টাকা রেলমন্ত্রকের পক্ষ থেকে দেওয়ার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেইসঙ্গে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও রেলমন্ত্রক বহন করবে বলে জানিয়েছেন তিনি। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও কম আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

English summary
Blame game over Elphintone stampede started few hours after the accident, Shivsena demands Rail Minister's resignation over the incident, Piyush Goyal announces compensation for the family of the deceased.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X