For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাভাবিক মৃত্যু হয়েছে কৃষ্ণসার হরিণের, যোধপুর কোর্টে জানালেন সলমন

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আজ, শুক্রবার যোধপুর আদালতে নিজের বয়ান দিলেন অভিনেতা সলমন খান। জানালেন, তিনি নিরপরাধ, ওই কৃষ্ণসার হরিণের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।

Google Oneindia Bengali News

যোধপুর, ২৭ জানুয়ারি : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আজ, শুক্রবার যোধপুর আদালতে নিজের বয়ান দিলেন অভিনেতা সলমন খান। জানালেন, তিনি নিরপরাধ, ওই কৃষ্ণসার হরিণের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।

সলমন এদিন বলেন, "একমাত্র ডাঃ নেপালিয়ার প্রথম ফরেন্সিক রিপোর্টে বলা প্রাণীটির স্বাভাবিক মৃত্য়ু হয়েছিল, আর তাই সঠিক, বাকি তথ্যগুলি মিথ্যা।"

স্বাভাবিক মৃত্যু হয়েছে কৃষ্ণসার হরিণের, যোধপুর কোর্টে জানালেন সলমন

যোধপুর আদালতের ম্যাজিস্ট্রেট, "আপনাকে দুজন কৃষ্ণসার হরিণকে গুল করতে দেখেছে", "আপনার বন্দুকের লাইসেন্স ছিল না এই কথা কি ঠিক?" এমন প্রায় ৬০টি এলোপাথাড়ি প্রশ্ন করতে থাকেন সলমনকে। যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই জবাবে সলমন বলেন "একথা মিথ্যা"।

নীল শার্ট আর গাঢ় নীল রংয়ের ডেনিম প্যান্ট ছিল এদিন সলমনের পরনে। সঙ্গে ছিলেন তাঁর মুম্বইয়ের আইনজীবী আনন্দ দেশাই এবং অন্যান্যরা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যোধপুরের জঙ্গলে সিনেমার শুটিং করতে গিয়ে হরিণ শিকার করেন সলমন খান ও তার সহ অভিনেতা-অভিনেত্রী বন্ধুরা। সেই দলে ছিলেন সঈফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম, তাব্বুর মতো শিল্পীরা। সলমনের পাশাপাশি সঈফ আলি খানের বয়ানও রেকর্ড করা হয়।

English summary
Blackbuck died of natural causes, Salman claims in Jodhpur court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X