For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যানড্রয়েড-আই ফোনের চাপে ভারতে বাজার হারাচ্ছে ব্ল্যাকবেরি

Google Oneindia Bengali News

অ্যানড্রয়েড-আই ফোনের চাপে ভারতে বাজার হারাচ্ছে ব্ল্যাকবেরি
নয়া দিল্লি, ১৪ নভেম্বর : ভারতে বাজার জায়গা খোয়াতে বসেছে 'ব্ল্যাকবেরি' স্মার্ট ফোন। বাজার পুনরুদ্ধারের হাজারো কৌশল অবলম্বন করেও আখেরে লাভ হচ্ছে না কিছুই। বিক্রির পরিমাণও ক্রমশ তলানিতে এসে ঠেকছে। তৃতীয় ত্রৈমাসিকে ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয়েছে মাত্র ৭০,০০০টি। অথচ ভারতেই এই ক্যানাডিয়ান সংস্থার বাজার ছিল চোখে পড়ার মতো।

গত বছর জুলাই-সেপ্টেম্বর এ বিক্রির পরিমাণ ছিল ১.৫২লক্ষ,এবছর যা কমে হয়েছে ৬৮,০০০

আইডিসির দেওয়া সংখ্যা অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয়েছে মাত্র ৬৮,০০০টি। যা পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় ৫৫ শতাংশ কম। এই একই ত্রৈমাসিকে গত বছর বিক্রির পরিমাণ ছিল ১ লক্ষ ৫২ হাজার। যা বিক্রির ক্রম নিম্নমুখী প্রবণতাকেই স্পষ্ট থেকে স্পষ্টতর করছে।

ব্ল্যাকবেরি স্মার্ট ফোনের বিক্রির পরিসংখ্যানটা বেশ চিন্তার কারণ হয়ে উঠেছে কতৃর্পক্ষের কাছে। ভারত এমন একটি দেশ যেখানে চাইলে এখনও বাজার ধরা যাবে বলে মনে করছেন ব্ল্যাকবেরি কর্তারা। তাই উন্নত প্রযুক্তির নয়া মডেল 'কিউ' ও 'জেড' সিরিজ এনে বাজার ধরার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন তারা। এমনকী 'জেড ১০' ফোনের দাম একধাক্কায় ৪৩,৪৯০ থেকে কমিয়ে ২৯,৯৯০ টাকায় নামিয়েও আনা হয়েছিল।কিন্তু নিরাশ হওয়া ছাড়া ভাগ্যে আর কিছুই জোটেনি ব্ল্যাকবেরি কর্তাদের।

এদিকে ব্ল্যাকবেরির বিক্রি-সংখ্যা নিয়ে মতবিরোধ আইডিসি ও ব্ল্যাকবেরি কৃর্তৃপক্ষের মধ্যে। ভারতে ভাল ব্যবসা করতে না পারলেও আইডিসি যে সংখ্যা দিয়েছে তা ত্রটিপূর্ণ বলেই দাবী ব্ল্যাকবেরি কৃর্তৃপক্ষের। আইডিসির দেওয়ার সংখ্যার চেয়ে ফোনের বিক্রি বেশি বলেই দাবী কর্তৃপক্ষের।

অ্যানড্রয়েড ফোনের ক্রমবর্ধমান বিক্রিই যে ব্ল্যাকবেরি স্মার্ট ফোনের চিন্তার কারণ তা বলাই বাহুল্য। একইসঙ্গে অ্যাপেল আই ফোনও ক্রমশ ব্ল্যাকবেরির বাজার গ্রাস করছে। সমস্ত প্রতিকূলতা দূরে সরিয়ে আদৌ ভারতের বাজারে ব্ল্যাকবেরি ফের নিজের জায়গা ধরতে পারবে কি না তাই এখন দেখার।

English summary
BlackBerry losing ground in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X