
শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে গিয়ে আচমকা জ্ঞান হারালেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা
মঙ্গলবার আচমকাই ভোপালে বিজেপির দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লেন দলের সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। সেই সময় সেখানে শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে একটি স্মরণ সভার অনুষ্ঠান চলছিল। সেখানেই অচৈতন্য হয়ে পড়েন সাংসদ। সেই সময় সেখানে তখন উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অন্য বিজেপি বিধায়করা।

শ্যমাপ্রসাদ মুখার্জি ছিলেন (১৯০১–১৯৫৩) একাধারে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ। তিনি ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে বিজেপিতে রূপান্তরিত হয়। মঙ্গলবার সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিন স্মরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সভাপতি জেপি নাড্ডাও শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রসঙ্গত প্রায়ই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন সাধ্বী প্রজ্ঞা। তবে এদিন তাঁর অসুস্থতার কারণ জানা জায়নি। সম্প্রতি চোখের সমস্যার জন্য বেশ কিছুদিন দিল্লিতে হাসপাতালে ভর্তি ছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর।
দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর! অভিযোগ দায়ের ১৫০ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে
