For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিল রাজনীতির সমীকরণ বদলের ছক কষছে বিজেপি, জমি তৈরি করতে কোন পথে গেরুয়া শিবির?

Google Oneindia Bengali News

হিন্দুত্ববাদকেই অস্ত্র করে তামিল রাজনীতিতে জমি তৈরি করতে চাইছে বিজেপি। আর এই লক্ষ্যে প্রতিপক্ষ ডিএমকে-কে এবার 'হিন্দুত্ববাদ বিরোধী' শক্তি বলে আখ্যা দিল বিজেপ। তামিলনাড়ুর সালেমে এক জনসভায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সর্ব ভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ডিএমকে-কে আক্রমণ করতে গিয়ে সেই হিন্দুত্ববাদী কার্ডই খেললেন। এদিন তিনি আরও বলেন, 'একমাত্র বিজেপি সব আঞ্চলিক ভাষাকে সম্মান করে।'

হারানো জমি ফিরে পেতেই এবার বিজেপির অস্ত্র হিন্দুত্ববাদ

হারানো জমি ফিরে পেতেই এবার বিজেপির অস্ত্র হিন্দুত্ববাদ

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ করে এসেছিল বিরোধী দলগুলি। এনিয়ে বিজেপির শরিক দল এআইএডিএমকেও বিজেপির 'নীতি' মেনে নেয়নি। যারপর দক্ষিণী রাজনীতি কিছুটা হলেও জমি হারাতে শুরু করেছিল বিজেপি। যদিও সেই হারানো জমি ফিরে পেতেই এবার বিজেপির অস্ত্র সেই হিন্দুত্ববাদ।

'সব তামিলই একজন গর্বিত হিন্দু'

'সব তামিলই একজন গর্বিত হিন্দু'

রবিবার সালেমে তেজস্বী সূর্য বলেন, 'ডিএমকে একটি বাজে নীতি অনুসরণ করে যা হিন্দুত্ববাদ বিরোদী। সব তামিলই একজন গর্বিত হিন্দু। এই পূণ্য ভূমিতে দেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মন্দির রয়েছে। তামিলনাড়ুর প্রতিটি ইঞ্চি পূণ্য। কিন্তু ডিএমকে হিন্দুত্ববাদ বিরোধী। তাই আমাদর তাদেরকে হারাতেই হবে।'

বিজেপি তামিল আবেগকে বুঝতে পারে

বিজেপি তামিল আবেগকে বুঝতে পারে

তেজস্বী আরও দাবি করেন, বিজেপি তামিল আবেগকে বুঝতে পারে। এদিন তিনি বলেন, 'ভারতীয় জনতা পার্টি দেশের সব আঞ্চলিক ভাষাকে সম্মান জানায়। যদি তামিলকে বেঁচে থাকতে হয় তাহলে হিন্দুত্ববাদকে বেঁচে থাকতে হবে। বিজেপি তামিলনাড়ু এবং তামিল ভাষার আবেগের প্রতীক।'

'হিন্দু সংস্কৃতিকে এবং বিশ্বাসকে আঘাত করে ডিএমকে'

'হিন্দু সংস্কৃতিকে এবং বিশ্বাসকে আঘাত করে ডিএমকে'

ডিএমকেকে আক্রমণ শানিয়ে তেজস্বী বলেন, 'ডিএমকের হিন্দুত্ববাদ বিরোধী নীতিকে চ্যালেঞ্জ জানাতে হবে। তারা যখনই ক্ষমতায় থাকে, হিন্দুত্ববাদ বিরোধী কাজ করে। হিন্দু সংস্কৃতিকে এবং বিশ্বাসকে আঘাত করে ডিএমকে। কিন্তু যখন তারা ক্ষমতায় থাকে না, তখনই তারা হিন্দুদের ভোট পেতে চায়। এভাবে চলতে পারে না। এটাকে বদলাতে হবে। ডিএমকেকে হারাতে হবে।'

English summary
BJP Yuva Morcha chief Tejasvi Surya requested Tamil voters to defeat DMK, as they are anti Hindu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X