কাশ্মীরে খাতা খুলেই শ্রীনগরে জয় বিজেপির! উপত্যকার রাজনীতিতে নয়া মোড়
৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হল জম্মু ও কাশ্মীরে। এবং সেই নির্বাচনেই গেরুয়া ঝড় না হলেও উল্লেখযোগ্য ভাবে পদ্ম ফুটতে দেখা গেল। যার ফলে বেশ খুশি হতেই পারেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আট ধাপে জম্মু ও কাশ্মিরের ২৮০টি ডিডিসি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শ্রীনগরে খাতা খুলল বিজেপি।

শ্রীনগরে খাতা খুলেছে বিজেপি
জানা গিয়েছে পুলওয়ামা আসনে জয় পেয়েছেন পিডিপি যুব নেতা ওয়াহিদ পারা। উল্লেখ্য, এর আগে তাঁজে জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে আবার কাশ্মীরে তিনটি আসনে জয় পেয়েছে বিজেপি। শ্রীনগরেও খাতা খুলেছে বিজেপি। জিতেছে যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি আইজাজ হোসেন।

মীর শ্রীনগরের বালহামা আসন থেকে জয় পেয়েছেন
মীর শ্রীনগরের বালহামা আসন থেকে জয় পেয়েছেন। বিজেপি শ্রীনগর, বান্দিপোরা এবং পুলওয়ামা জেলায় একটি করে আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় কাকপোরা আসন থেকে জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার তুলাইল আসন থেকে জয় পেয়েছে দলটি।

জম্মু ও কাশ্মীর জুড়ে মোট ৭৪টি আসন পেয়েছে বিজেপি
এদিকে গুপকর জোট জম্মু ও কাশ্মীরে ৯৭টি আসন পেয়েছে। জম্মুতে বিজেপি একাই ৭০টি আসন পেয়েছে। জম্মু ও কাশ্মীর জুড়ে মোট ৭৪টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ২৫। অন্যান্যরা জিতেছে ৭১টি আশনে। এদিকে জেকেএপি জোট পেয়েছে ১২টি আসন।
