For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের কর্মীরাই পাথর ছুঁড়লেন বিজেপি রাজ্য সভাপতির গাড়িতে

কর্ণাটকের বনসন্দ্রায় ইয়েদুরাপ্পার গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ খোদ দলের কর্মীদের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে আগামী বছর বিধানসভা নির্বাচন। তাঁর আগে ক্ষমতা দখলের লক্ষ্যে বিএস ইয়েদুরাপ্পাকে রাজ্য সভাপতি করে লড়াইয়ে নেমেছে বিজেপি। তবে দলের কর্মীরাই অখুশি এই লিঙ্গায়েত নেতার উপরে। কর্ণাটকের বনসন্দ্রায় ইয়েদুরাপ্পার গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ খোদ দলের কর্মীদের বিরুদ্ধে।

দলের কর্মীরাই পাথর ছুঁড়লেন বিজেপি রাজ্য সভাপতির গাড়িতে

ইয়েদুরাপ্পা কেন তাদের বিধানসভা কেন্দ্রে আসেননি, এই অভিযোগে নাগেশ চৌধুরীর সমর্থকেরা পাথর ছুঁড়ে ঝামেলা পাকান। আসন্ন নির্বাচনে নাগেশকে টিকিট দেবে বলে ভেবেছিল দল। তবে গত সপ্তাহে দলবিরোধী কাজের জন্য তাতে বহিঃষ্কার করা হয়েছে। এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি।

জানা গিয়েছে, বহিঃষ্কৃত নাগেশ নিজের জনসমর্থন দেখাতে ১ হাজার সমর্থক নিয়ে বনসন্দ্রায় দাঁড়িয়ে ছিলেন। তা দেখেও দাঁড়ায়নি রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পার গাড়ি। তারপরই রাগে তাঁর গাড়িতে পাথর উড়ে আসে।

যদিও নির্বাচনের প্রাক্কালে এই নিয়ে মুখ খুলতে চাননি ইয়েদুরাপ্পা। বিজেপির তরফেও বিশেষ কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে, নাগেশের বহিঃষ্কার ও সমর্থকদের সামনে না দাঁড়ানো, দুটি মিলেই ইয়েদুরাপ্পার গাড়িতে হামলা হয়েছে।

English summary
BJP workers pelt stones at Yeddyurappa's vehicle in Banasandra, Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X