সিএএ নিয়ে বোঝােতে এবার বাড়ি বাড়ি ঘুরবেন বিজেপি কর্মীরা
সিএএ নিয়ে প্রথম থেকেই উত্তাল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিএএ-র বিরোধিতায় সরব হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে সিএএ নিয়ে জনমত তৈরি করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিজেপির কাছে। দিলীপ ঘোষ সিএএ নিয়ে হুঙ্কার দিলেও বাস্তবে জনমানসে তার কী প্রতিক্রিয়া হচ্ছে সেটা বুঝতে পারছে না বিজেপি। তাই এবার বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে প্রচার শুরু করবে বিজেপি কর্মীরা।

প্রায় ৩০ হাজার দলীয় কর্মীকে এই কাজে নামাচ্ছে দিলীপ ঘোষরা। লোকসভা ভোটের আগে যেভাবে প্রচার করেছিলেন বিজেপি কর্মীরা ঠিক সেই ভাবেই সিএএ নিয়ে মাঠে নামবেন তাঁরা। এঁদের পোশাকি নাম বিস্তারক। তাঁদেরই বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএএ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি ১ কোটি বাসিন্দাকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য অভিনন্দন চিঠি লেখার পরিকল্পনাও রয়েছে তাঁদের। ১৬ জানুয়ারি থেকে রাজ্যে এই কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। বিেজপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই কাজ করা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই দেশের অন্যান্য শহরে সিএএ-র প্রচার শুরু করে দিয়েছে বিজেপি কর্মীরা।