For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে জয় পেল বিজেপি! লোকসভার লক্ষ্যে প্রেস্টিজ ফাইটে জয় মোদীর রাজ্যে

ঘোষণা হল গুজরাতের যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনার কাজ শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কুনভারজি বাভালিয়া।

  • |
Google Oneindia Bengali News

ঘোষণা হল গুজরাতের যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনার কাজ শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কুনভারজি বাভালিয়া। শেষ পর্যন্ত ১৯, ৯৮৫ ভোটে জয়ী হন তিনি। কয়েকমাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ক্যাবিনেট মন্ত্রী হন কুনভারজি বাভালিয়া। লোকসভার আগে এই জয়ে মোদী রাজ্যে কিছুটা চাপমুক্ত হল বিজেপি।

মূল লড়াই ছিল বিজেপি ও কংগ্রেসের

মূল লড়াই ছিল বিজেপি ও কংগ্রেসের

২০ ডিসেম্বর এই কেন্দ্রের নির্বাচন হয়েছিল। এই কেন্দ্রে মূল লড়াই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কুনভারজি বাভালিয়া এবং কংগ্রেসের কংগ্রেসের আবসার নাকিয়ার মধ্যে। হিন্দি বলয়ের তিন বড় রাজ্যে নির্বাচনে জয়ের পর কংগ্রেস অপেক্ষায় ছিল এই কেন্দ্রে ভাল ফলের আশায়।

প্রেস্টিজ ফাইট

প্রেস্টিজ ফাইট

যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে উঠেছিল। ২০ ডিসেম্বরের নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৭১.২৭ শতাংশ। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২.৩২ লক্ষ।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে

কংগ্রেস ছেড়ে বিজেপিতে

কংগ্রেস প্রার্থী আবসার নাকিয়া রাজকোটে জেলা পঞ্চায়েতের সদস্য। একসময়ে তিনি বাভালিয়ার সঙ্গে কাজ করেছেন। বাভালিয়া ৫ বারের বিধায়কও ছিলেন। ১৯৯৫, ১৯৯৮, ২০০২, ২০০৭ এবং ২০১৭ এই পাঁচবার যশোদান কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে নাকিয়া প্রথমবারের জন্য নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

বাভালিয়া কংগ্রেস প্রার্থী হিসেবে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বিজেপি যোগ দিয়ে ক্যাবিনেট মন্ত্রী হন। জুলাই মাসে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি।

(ছবি সৌজন্য: এএনআই)

কংগ্রেসের 'আসনে' জয় বিজেপির

১৯৬০-এ গুজরাত রাজ্য গঠনের পর থেকে বিজেপি একবারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। ২০০৯-এর উপনির্বাচনে। রাজকোট লোকসভা কেন্দ্রে বাভালিয়া জয়ী হওয়ার পর উপনির্বাচন হয়েছিল সেখানে।

বাভালিয়া এবং নাকিয়া ছাড়াও এই কেন্দ্রে আরও ছয়জন প্রার্থী ছিলেন।

বিজেপির এই জয়ে ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৯৯ থেকে বেড়ে হল ১০০। বিজেপির কুনভারজি বাভালিয়া পেয়েছেন প্রায় ৮৯০০০ ভোট। অন্যদিকে কংগ্রেসের আবসার নাকিয়া পেয়েছেন প্রায় ৬৯০০০ ভোট।
২০১৭-র বিধানসভা নির্বাচনে সৌরাষ্ট্রে ধাক্কা খেয়েছিল বিজেপি। সেই সৌরাষ্ট্র থেকেই এবার জয় পেল তারা।

English summary
BJP wins Jasdan assembly bypoll result in Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X