For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতিরাদিত্য ফ্যাক্টরে মাত হল কংগ্রেস, রাজ্যসভা ভোটে মধ্যপ্রদেশে জয়ী বিজেপি

জ্যোতিরাদিত্য ফ্যাক্টরে মাত হল কংগ্রেস, রাজ্যসভা ভোটে মধ্যপ্রদেশে জয়ী বিজেপি

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে প্রত্যাশামাতোই দুটি আসনে জয়ী হল বিজেপি। কংগ্রেস ম্যাজিক দেখাতে পারল না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রস্থানের পর কংগ্রেস ঘুরে দাঁড়িয়ে বিজেপিতে প্রত্যাঘাত করতে ব্যর্থ হল। বর্তমানে ক্ষমতাসীন বিজেপিই দুটি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস জিতেছে রাজ্যসভার বাকি একটি আসনে। নির্বাচনী ফলে কোনও অন্যথা হল না।

কারা জয়ী মধ্যপ্রদেশে

কারা জয়ী মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপির দখলে থেকেছে দুটি আসন। এই আসনে জয়ীরা হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুমার সিং সোলঙ্কি। উভয়েই বিজেপির সাংসদ হলেন রাজ্যসভায়। আর কংগ্রেস জিতেছে বাকি একটি আসনে। এই আসনে জয়ী হয়েছেন দিগ্বিজয় সিং। তিনি কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেন।

কংগ্রেসের এক প্রার্থীর হার

কংগ্রেসের এক প্রার্থীর হার

মধ্যপ্রদেশে ভোট ছিল রাজ্যসভার মোট তিনটি আসনে। এই তিনটি আসনের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপির দুজন আর কংগ্রেসেরও দুজন। কংগ্রেসের একজন প্রার্থী এখানে পরাজিত হলেন বিজেপির কাছে। কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধারের আশা এখানে পূর্ণ হল না।

বিজেপির দুজন প্রার্থী জয়ী

বিজেপির দুজন প্রার্থী জয়ী

মধ্যপ্রদেশে ১ জন রাজ্যসভার প্রার্থীকে জয়লাভ করতে গেলে ৫২টি ভোটের প্রয়োজন। বিজেপির হাতে ছিল ১০৭টি ভোট। ফলে বিজেপির জয় একপ্রকার সুনিশ্চিতই ছিল। সেইমতোই বিজেপির দুজন প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুমার সিং সোলঙ্কি জয়ী হয়ে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় যাচ্ছেন।

কংগ্রেসের একজনের জয়, অপরজনের হার

কংগ্রেসের একজনের জয়, অপরজনের হার

মধেপ্রদেশে কংগ্রেসের ছিল ৯২টি ভোট। তারাও দুটি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু দুটি আসনে জেতার মতো তাদের হাতে বিধায়ক সংখ্যা ছিল না। ১২ জন বিধায়ক কম ছিল তাদের। কংগ্রেসের একজন প্রার্থীর জয় নিশ্চিত ছিল। সেইমতো অন্য আসনটিতে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী।

 বিজেপির ষড়যন্ত্র রুখে জয় কংগ্রেসের! রাজস্থানে ফের গেহলট-পাইলটের যুগলবন্দির খেল বিজেপির ষড়যন্ত্র রুখে জয় কংগ্রেসের! রাজস্থানে ফের গেহলট-পাইলটের যুগলবন্দির খেল

English summary
BJP wins in Madhya Pradesh Rajya Sabha Election to defeat Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X