For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়জয়কার বিজেপির, ফের ক্লিন সুইপ করে রাজ্য কৃতিত্ব দিল মোদী-অমিত জুটিকেই

উত্তর-পূর্ব ভারতে বড়সড় সাফল্যের পর এবার পূর্বের আরও একটি রাজ্যেও বিরাট সাফল্য পেল গেরুয়া শিবির। পাঁচটি পুরসভা নির্বাচনেই জয়ী হল বিজেপি।

Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতে বড়সড় সাফল্যের পর এবার পূর্বের আরও একটি রাজ্যেও বিরাট সাফল্য পেল গেরুয়া শিবির। পাঁচটি পুরসভা নির্বাচনেই জয়ী হল বিজেপি। ঝাড়খণ্ডের পাঁচটি পুরসভা নির্বাচনে মেয়র ও ডেপুটি মেয়র পদে জয়জয়কার বিজেপি প্রার্থীদের। শুক্রবার ফল প্রকাশের পর ঝাড়খণ্ডের লোকাল বডি নির্বাচনে এই জয়ের কৃতিত্ব বিজেপির পক্ষ থেকে উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে।

জয়জয়কার বিজেপির, ফের ক্লিন সুইপ করে এ রাজ্য কৃতিত্ব দিল মোদী-অমিত জুটিকেই

[আরও পড়ুন: বিজেপির ভূত দেখছে তৃণমূল, হাইকোর্টে আইনি-যুদ্ধ জয়ের পর দিলীপ দিলেন মস্ত খোঁচা ][আরও পড়ুন: বিজেপির ভূত দেখছে তৃণমূল, হাইকোর্টে আইনি-যুদ্ধ জয়ের পর দিলীপ দিলেন মস্ত খোঁচা ]

ঝাড়খণ্ড পুরসভা নির্বাচন হয়েছিল ১৬ এপ্রিল। এদিন তাঁর ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফল প্রকাশ হতেই গেরুয়া ঝড়। ঝাড়খণ্ডের পাঁচ পুরসভা মোদীনগর, হাজারিবাগ, গিরিডি, রাঁচি ও আদিত্যপুরে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। আদিত্যনগরে মেয়র হন বিনোদ শ্রীবাস্তব, হাজারিবাগে রোশনি তিরকে, গিরিডিতে সুনীল পাসোয়ান, মোদীনগরে অরুণা শঙ্কর, ও রাঁচিতে আশা লাকরা।

ডেপুটি মেয়র হন যথাক্রমে অমিত শিং, রাজকুমার লাল, প্রকাশ রাম, রাকেশ কুমার ও সঞ্জীব বিজয়বর্গীয়। এই নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, ঝাড়খণ্ডের এই জয় উন্নয়নের জয়। বিজেপি প্রমাণ করে দিয়েছে, তাঁরাই একমাত্র উন্নয়ন করতে পারে। আর মানুষ তা বুঝেছে বলেই বিজেপির জয়ের পথ প্রশস্ত করে দিয়েছেন। এই রায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সরকারের পক্ষে মানুষের রায়।

[আরও পড়ুন:পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট, হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তোপ তৃণমূলের][আরও পড়ুন:পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট, হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তোপ তৃণমূলের]

English summary
BJP wins in five municipal elections of Jharkhand. Again BJP does clean sweep against opponent,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X