For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেদের শাসনে পঞ্চায়েতে ৫০ % আসন দখলে ব্যর্থ বিজেপি! লোকসভার আগে ভাল ফল কংগ্রেসের

অসমে রাজ্যের ক্ষমতা দখলে থাকলেও, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন দখল করতে পারল না বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

অসমে রাজ্যের ক্ষমতা দখলে থাকলেও, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন দখল করতে পারল না বিজেপি। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া পঞ্চায়েত নির্বাচনের গণনায় রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৪২ শতাংশ আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস দখল করেছে ৩৪ শতাংশ। এমনটাই জানিয়েছে অসম স্টেট ইলেকশন কমিশন।

নিজেদের শাসনে পঞ্চায়েতে ৫০ % আসন দখলে ব্যর্থ বিজেপি! লোকসভার আগে ভাল ফল কংগ্রেসের

২৬,৭৮৪ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে, ১১,৩২৫ টি আসন। কংগ্রসের জেতা আসনের সংখ্যা ৮,৯৭০ টি। নির্দলীয়রা জয়ী হয়েছে ৩,০৪৮ টি আসনে। শতাংশের নিরিখে যা ১১ শতাংশের মতো।

রাজ্যে শাসক শিবিরের অন্যতম সদস্য অহম গণ পরিষদ আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা চতুর্থস্থান দখল করেছে। ১,৯৬৩ টি আসন পেয়েছে তারা। বিরোধী এআইইউডিএফ পেয়েছে ১,৩১৯ টি আসন। শতাংশের নিরিখে তারা যথাক্রমে সাত ও পাঁচ শতাংশ আসন পেয়েছে।

সব কটি আসনের মধ্যে ২১,৯৭০ টি আসন গাঁও পঞ্চায়েত সদস্য, গাঁও পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং আঞ্চলিক পঞ্চায়েত মেম্বারদের জন্য ২,১৯৭ টি করে, আর ৪২০ টি ছিল জেলা পরিষদের আসন।

৫২ টি গাঁও পঞ্চায়েত সদস্য আসনে কোনও মনোনয়ন জমা পড়েনি। পরবর্তী সময়ে আসনগুলিতে উপনির্বাচন করা হবে।

অসমে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ৫ ও ৯ ডিসেম্বর। ভোট পড়েছিল ৮২ শতাংশের মতো। প্রার্থীর সংখ্যা ছিল ৭৮,৫৭১ জন।

English summary
BJP Wins Assam Panchayat Elections With 42% Seats, Congress 34%
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X