For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেরুয়া ঝড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস? ১১ রাজ্যের ফলাফলে বিসর্জনের সুর দশ জনপথে

Google Oneindia Bengali News

দেশজুড়ে উপনির্বাচনে ভালো ফল করল বিজেপি। ১১ রাজ্যের মোট ৫৯টি আশনের মধ্যে ৪১টিতে জিতল গেরুয়া শিবির। এর মধ্যে ৩১টি তারা ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের থেকে। ১১টি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠইত হলেও এধিন মূলত সবার নজর ছিল মধ্যপ্রদেশের উপর। এবং নিজের প্রথম পরীক্ষায় পাশ করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের ২৮টি আসনের মধ্যে বিজেপি ১৯টি আশন জিতেছে।

গুজরাতে উপ নির্বাচনে ফুল মার্কস পেল বিজেপি

গুজরাতে উপ নির্বাচনে ফুল মার্কস পেল বিজেপি

এদিকে মধ্যপ্রদেশ ছাড়াও গুজরাতে উপ নির্বাচনেও কংগ্রেসকে নাস্তানাবুদ করেছে বিজেপি। সেই রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে পদ্ম শিবির। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উপনির্বাচনের ফলকে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ট্রেলার হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়করা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতে এই আসনগুলি ফাঁকা হয়ে গিয়েছিল। গুজরাতে আবদাসা, মোরবি, দংশ, কারজান, ধারি, গাধাদা, কাপরাদা ও লিম্বদি কেন্দ্রে উপনির্বাচন হয়।

আসন্ন নির্বাচনের ট্রেলার এই উপনির্বাচন

আসন্ন নির্বাচনের ট্রেলার এই উপনির্বাচন

বিজয় রূপানি বলেন , 'কংগ্রেস ডুবন্ত জাহাজ। সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নষ্ট হয়ে গেছে। দেশের সর্বত্র তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ সব জায়গাতেই মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন। বিহারেও বিজেপির নেতৃত্বে এনডিএ ক্ষমতায় আসছে। গুজরাতে ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আসন্ন নির্বাচনের ট্রেলার।'

মণিপুর-কর্নাটকেও গেরুয়া ঝড়

মণিপুর-কর্নাটকেও গেরুয়া ঝড়

এদিকে মণিপুরের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। এর মধ্যে সিংঘাট আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জিনসুয়ানহু। এদিকে সাইতু, ওয়াংগোই, ওয়াংজিং তেনথা আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা। লিলং আসনে নির্দল প্রার্থী আনতাস খান জয়ী হয়েছেন। এছাড়া কর্নাটকেও দুটি আসনের মধ্যে দুটিতেই জয়ী হয় বিজেপি।

উত্তরপ্রদেশেও মোদী ম্যাজিক অব্যাহত

উত্তরপ্রদেশেও মোদী ম্যাজিক অব্যাহত

উত্তরপ্রদেশেও মোদী ম্যাজিক অব্যাহত। ৭টি বিধানসভার উপনির্বাচনে ৬টিতে জিতেছে বিজেপি। নওগাওয়া সদত, বুলন্দশহর, তুণ্ডলা, বাঙ্গেরমাউ, ঘটমপুর ও দেওরিয়া কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। মালহানি কেন্দ্রে জিতেছেন সমাজবাদী পার্টির লাকি সিং।

যেখানে জমি ধরে রাখতে সমর্থ হল কংগ্রেস

যেখানে জমি ধরে রাখতে সমর্থ হল কংগ্রেস

যদিও হরিয়ানার বরোদা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কুস্তিগির যোগেশ্বর দত্তকে ১০ হাজার ৫৫৬ ভোটে হারান কংগ্রেসের ইন্দু রাজ। তিনি পেয়েছেন ৬০ হাজার ৬৩৬ টি ভোট। আন্তর্জাতিক কুস্তিগির যোগেশ্বর পেয়েছেন ৫০ হাজার ৭০ টি ভোট। ছত্তিশগড়েও কংগ্রেসস তাদের আসন ধরে রাখতে সক্ষম হয়। ঝাড়খণ্ডে দুই আসনের একটিতে কংগ্রেস অপরটিতে জেএমএম জিতে যায়। তবে সার্বিক ভাবে উপনির্বাচনে বিজেপির ফলাফল কংগ্রেসের জন্যে চিন্তার কারণ।

<strong>মোদীর 'স্টেপ আউট'-এ বড় জয়ের পর ব্যাকফুটে থাকা নীতীশের মাথাতেই অধিনায়কত্বের মুকুট?</strong>মোদীর 'স্টেপ আউট'-এ বড় জয়ের পর ব্যাকফুটে থাকা নীতীশের মাথাতেই অধিনায়কত্বের মুকুট?

English summary
BJP wins 41 out of 59 bypoll seats across 11 states ousting Congress from 31 seats which they held
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X