For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিসি-ভাইপো-কে মাত, হারের জ্বালা কিছুটা হলেও মেটাল বিজেপি

সপ্তাহ দেড়েক আগে উত্তর প্রদেশের দুই সংসদীয় আসনে প্রায় গো-হারান হয়েছিল বিজেপি-র। এবার রাজ্যসভার নির্বাচনে ১০ আসনের মধ্যে এই রাজ্যে ৯ আসনে জয় নিয়ে কিছুটা হলেও যেন জ্বালা মেটালেন যোগী, অমিত শাহরা।

Google Oneindia Bengali News

সপ্তাহ দেড়েক আগে উত্তর প্রদেশের দুই সংসদীয় আসনে প্রায় গো-হারান হয়েছিল বিজেপি-র। কিন্তু, এবার রাজ্যসভার নির্বাচনে ১০ আসনের মধ্যে এই রাজ্যে ৯ আসনে জয় নিয়ে কিছুটা হলেও যেন জ্বালা মেটালেন যোগী, অমিত শাহরা। যদিও, ফুলপুর ও গোরক্ষপুর- দুই লোকসভা আসনে বিজেপি-র হার হয়েছিল জনতা জনার্দনের রায়ে। কিন্তু, বিজেপি-র উত্তরপ্রদেশে রাজ্যসভায় ৯ আসনে জয়ের পিছনে রয়েছে বিরোধী কিছু বিধায়কদের বিশ্বাসভঙ্গতা ও নিজের দলের প্রতি কর্তব্যকে অবহেলার করার মতো বিষয়।

যোগীরাজ্যে ফের মুখ উজ্জ্বল বিজেপি-র

এর জেরে উত্তরপ্রদেশে রাজ্যসভার ভোটগ্রহণে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল। ক্রস ভোটিং-এর অভিযোগে তোলপাড় হয় উত্তরপ্রদেশ বিধানসভা চত্বর। এই উত্তেজনার জেরে এখানে ভোট গণনাতেও ২ ঘণ্টার মতো বিলম্ব হয়। উত্তর প্রদেশ বিধানসভায় এই মুহূর্তে বিজেপি-র যা শক্তি তাতে ১০ আসনের মধ্যে ৮ আসনে জয় প্রায় নিশ্চিত ছিল। কিন্তু, বিজেপি-র সঙ্গে ২ আসনে মর্যাদার লড়াই লড়ছিল সপা ও বিএসপি-র জোট। এর একটি আসনে প্রার্থী হয়েছিলেন সপার জয়া বচ্চন। অন্য আসনটিতে বিএসপি প্রার্থী করেছিল ভীমরাও অম্বেদকরকে।

জয়া বচ্চনের আসনে বিজেপি কিছু না করতে পারলেও ভীমরাও অম্বেদকর হারাতে চেষ্টা কসুর রাখেননি যোগী, অমিত শাহরা। বিএসপি-র জেলবন্দি বিধায়কদের বাইরে বের হতে না দিয়ে এবং বেশকিছু বিএসপি বিধায়ককে অর্থ দিয়ে কিনে নিয়ে বিএসপি-র ভীমরাও-কে হারাতে পেরেছে বিজেপি। অর্থ নিয়ে বিক্রি হওয়া বিএসপি-র বিধায়করা ভীমরাও-এর আসনে ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ।

এতকিছুর পরও অবশ্য বিজেপি- অবশ্য ভীমরাওয়ের বিরুদ্ধে তাঁদের প্রার্থী অনিল অগ্রবালকে প্রথম পছন্দের প্রার্থী হিসাবে জেতাতে পারেনি। দ্বিতীয় পছন্দের ভোটে ভীমরাওকে মাত দিয়ে দেন অনিল।

বিএসপি নেত্রী মায়াবতীর ছায়াসঙ্গী বলে পরিচিত সতীশ সিং অভিযোগ করেছেন, অর্থ ও প্রশাসন বল প্রয়োগ করে ভোটে জিতেছে বিএসপি।' তাঁর আরও অভিযোগ, 'আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও বিধায়কদের জেল থেকে বের হতে দেওয়া হয়নি।'

এদিকে, রাজ্যসভার নির্বাচনে উত্তর প্রদেশে ৯ আসনে জয়ের পরই মুখ খোলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কৌশলে বিএসপি ও সপা জোটের মধ্যে অবিশ্বাসের বার্তাও পুড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। বলেন, 'সপা স্বার্থপরের দল। বিএসপি-র কর্মীরা সপার প্রার্থীকে জেতাতে প্রাণপাত পরিশ্রম করেছে, কিন্তু, সপা-র কর্মীরা বিএসপি-র প্রার্থীকে জেতাতে ঝাঁপায়নি।'

English summary
BJP has recovered its hold in Uttar Pradesh after wining 9 seats out of 10 in Rajya sabha Election in this state. Though BSP has complained that BJP has won with the money power.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X