For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির লুক নর্থ-ইস্ট থিওরিও সফল, লোকসভায় উত্তর-পূর্বের ফলাফল একনজরে

উত্তর-পূর্ব ভারতেও বিজেপির জয়জয়কার লোকসভা নির্বাচনে। গেরুয়া ঝড়ে সাফ হয়ে গেল কংগ্রেস। আঞ্চলিক দলগুলিরও একই অবস্থা। এনআরসিআর কোনও প্রভাবই পড়ল না, সব জল্পনা উড়িয়ে জয়ী হল বিজেপি।

Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতেও বিজেপির জয়জয়কার লোকসভা নির্বাচনে। গেরুয়া ঝড়ে সাফ হয়ে গেল কংগ্রেস। আঞ্চলিক দলগুলিরও একই অবস্থা। এনআরসিআর কোনও প্রভাবই পড়ল না, সব জল্পনা উড়িয়ে জয়ী হল বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকে আট রাজ্যে ২৫টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জয় পেল বা এগিয়ে রয়েছেন ১৩টি আসনে।

বিজেপির লুক নর্থ-ইস্ট থিওরিও সফল, ফলাফল একনজরে

এই ২৫টি কেন্দ্রের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র তিনটি লোকসভা কেন্দ্রে। উত্তর-পূর্ব ভারতে লোকসভার পাশাপাশি দুটি রাজ্যে বিধানসভা ভোট হয়। বিজেপি শেষ হাসি হাসে অরুণাচল প্রদেশেও। আবার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। সিকিমেও ক্ষমতাসীন সরকারের ফের আসার সম্ভাবনা প্রবল।

উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্য অসমে বিজেপি এগিয়ে রয়েছে ৯টি আসন। একটি আসনে এগিয়ে আছে তাদের জোট শরিক। আরও একটি আসনে লড়াইয়ে রয়েছে কংগ্রেস। গতবার অসমে বিজেপি সাতটি আসন পায়। কংগ্রেস পায় তিন আসন।

অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার দুটি আসনই দখল করেছে বিজেপি। তবে মেঘালয় দুটি আসনের মধ্যে কংগ্রেস একটি এবং এনপিপি অন্য আসন এগিয়ে রয়েছে। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড-সহ অন্যা চোট রাজ্যগুলিতেও বিজেপি টেক্কা দিয়েছে। এই ভোটের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মানুষও নরেন্দ্র মোদীর সরকারের ওপর নির্ভরতা রেখেছে।

English summary
BJP win in most of the seats in North-East India and outmatches Congress and others. BJP also win in Arunachal Pradesh Assembly Election in Nort-East.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X