For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুয়া-ভাতিজার জোটে ধাক্কা! উত্তরপ্রদেশে হাওয়া বিজেপির পালে, বলছে সমীক্ষা

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এডিএ জোট পেতে পারে ৪২ টি আসন। উত্তরপ্রদেশে মোট আসন ৮০টি। মহাজোট অর্থাৎ, এসপি-বিজেপি এবং অজিত সিং-এর দল পেতে পারে ৩৬ টি আসন। কংগ্রেস পেতে পারে ২ টি আসন।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এডিএ জোট পেতে পারে ৪২ টি আসন। উত্তরপ্রদেশে মোট আসন ৮০টি। মহাজোট অর্থাৎ, এসপি-বিজেপি এবং অজিত সিং-এর দল পেতে পারে ৩৬ টি আসন। কংগ্রেস পেতে পারে ২ টি আসন। পাকিস্তানে বিমান হানার পর পরিস্থিতি বদল হয়েছে। এমনটাই বলছে টাইম নাও-ভিএমআর-এর সমীক্ষা।

বুয়া-ভাতিজার জোটে ধাক্কা! উত্তরপ্রদেশে হাওয়া বিজেপির পালে, বলছে সমীক্ষা

২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২ টি আসন, বিজেপি জোট পয়েছিল ৭৩ টি আসন। সমাজবাদী পার্টি পেয়েছিল ৫ টি আসন। বিএসপি একটি আসনও পায়নি।

বালাকোট হামলার পরবর্তী সময়ে ভোট শতাংশের নিরিখে কংগ্রেস পেতে পারে ৮ শতাংশ, যা ২০১৪ সালে ছিল ৮.৪ শতাংশ, বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ, ২০১৪তে যা ছিল ৪৩.৩ শতাংশ।

২০১৪-তে এসপি-বিএসপি-আরএলডির ভোট একসঙ্গে করলে দাঁড়ায় ৪২.৬৫ শতাংশ। যদিও এবার তাদের মিলিত ভোট কমতে পারে বলেই জানাচ্ছে সমীক্ষা। যা হতে পারে ৩৯.৫০ শতাংশের মতো।

[আরও পড়ুন: দক্ষিণ ভারতে 'অ্যাডভান্টেজ' কংগ্রেস, তবে জনমত সমীক্ষার রিপোর্টে বাড়ছে বিজেপি ][আরও পড়ুন: দক্ষিণ ভারতে 'অ্যাডভান্টেজ' কংগ্রেস, তবে জনমত সমীক্ষার রিপোর্টে বাড়ছে বিজেপি ]

অন্যান্যদের পক্ষে এবার ভোট পড়তে পারে ৯.৫ শতাংশের মতো। যা ২০১৪ সালে ছিল ৫.৬৫ শতাংশ।

সমীক্ষায় প্রকাশ পেয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলার পর জাতীয়তাবাদী প্রভাব পড়েতে চলেছে উত্তরপ্রদেশে। যার ফল পেতে চলেছে বিজেপি। এক্ষেত্রে উত্তরপ্রদেশে বিজেপির লাভ সবথেকে বেশি।

[আরও পড়ুন:বাংলার দখল থাকবে তৃণমূলের হাতে, একইসঙ্গে বিরাট উত্থান বিজেপিরও, সমীক্ষায় আভাস][আরও পড়ুন:বাংলার দখল থাকবে তৃণমূলের হাতে, একইসঙ্গে বিরাট উত্থান বিজেপিরও, সমীক্ষায় আভাস]

English summary
BJP will win Majority seats in Loksabha Elections 2019 in up says opinion poll survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X