For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বিজেপি কত আসন পাবে! ভবিষ্যদ্বাণী মোদী মন্ত্রিসভার মন্ত্রীর

এবারের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদী মন্ত্রিসভার মন্ত্রী রামদাস আটওয়ালে।

Google Oneindia Bengali News

এবারের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদী মন্ত্রিসভার মন্ত্রী রামদাস আটওয়ালে। তিনি বলেছেন, বিজেপি ২০১৪-র তুলনায় ২০১৯-এ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে কম আসন পাবে। তবে সেই ক্ষতি বিজেপি পূরণ করে নেমে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে। জানিয়েছেন রামদাস আটওয়ালে।

উত্তর প্রদেশে কমবে বিজেপির আসন

উত্তর প্রদেশে কমবে বিজেপির আসন

মহারাষ্ট্রের জনপ্রিয় দলিত নেতা ভবিষ্যদ্বাণী উত্তরপ্রদেশে বিজেপি ১০ থেকে ১৫ টি আসন হারাতে পারে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের জোটের ফলে এই পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন তিনি। ২০১৪ সালে বিজেপি ও তাদের সহযোগী আপনা দল উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৭৩ টি দখল করেছিল। ২০১৪-তে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোকদল উত্তর প্রদেশে আলাদা ভাবে লড়াই করেছিল।

মহারাষ্ট্রে আসন কমবে বিজেপি

মহারাষ্ট্রে আসন কমবে বিজেপি

মহারাষ্ট্রেও ২০১৪-র তুলনায় বিজেপির আসন কমবে। এমনটাই মনে করছেন মোদী মন্ত্রিসভার মন্ত্রী রামদাস আটওয়ালে। এক্ষেত্রে ৫ থেকে ৬ টি আসন কমতে পারে বলে মনে করছেন তিনি। ২০১৪-তে মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪২ টি আসন দখল করেছিল বিজেপি-শিবসেনা জোট। আটওয়ালে বলেন, ২০১৪ সালে স্বভিমানী শ্বেতকারী সংঘাটার রাজু শেট্টি বিজেপি-শিবসেনা জোটকে সমর্থন করেছিল। কিন্তু এবার তিনি কংগ্রেস ও এনসিপি জোটকে সমর্থন করছেন।

বিজেপির আসন বাড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়

বিজেপির আসন বাড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়

আটওয়ালে জানিয়েছেন, দুই রাজ্যের ক্ষতি বিজেপি পূরণ করবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে। নরেন্দ্র মোদীই ফের প্রধানমন্ত্রীর আসনে বসবেন বলে জানিয়েছেন তিনি। লোকসভায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে আসন সংখ্যা যথাক্রমে ৪২ ও ২১।

যদিও শিবসেনা মহারাষ্ট্র থেকে তাদের ও বিজেপির জোটের আসন সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ফের সংখ্যাগরিষ্ঠ হবে।

English summary
BJP will win fewer seats in several states in 2019 than 2014, predicted by Union Minister Ramdas Athwale
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X