For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ক্ষমতায় এলেই বদলে যাবে হায়দরাবাদের নাম, ঘোষণা যোগীর

তেলাঙ্গানায় ভোটে জিতে ক্ষমতায় এলেই বদলে ফেলা হবে হায়দরাবাদের নাম।

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানায় ভোটে জিতে ক্ষমতায় এলেই বদলে ফেলা হবে হায়দরাবাদের নাম। বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন একথা। হায়দরাবাদের গোশমহল বিধানসভা এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখা হবে।

একই দাবি প্রার্থীরও

একই দাবি প্রার্থীরও

গত মাসে বিজেপি বিধায়ক রাজা সিং যিনি গোশমহল বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনিও একই ঘোষণা করেন। এবার যোগীর মুখেও শোনা গেল একই কথা।

যোগীর দাবি

যোগীর দাবি

যোগী বলেছেন, আগে হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। ১৫৯০ সালে কুলি কুতুব শাহ এখানে এসে নাম বদলে দেন। সেই সময়ে বহু হিন্দুর ওপরে হামলা হয়েছিল। বহু মন্দির ভেঙে ফেলা হয়।

[আরও পড়ুন:গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট নিয়ে বছরের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে ][আরও পড়ুন:গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট নিয়ে বছরের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে ]

বদলাবে আরও নাম

বদলাবে আরও নাম

শুধু হায়দরাবাদের নামই নয়, বিজেপি ক্ষমতায় এসে সেকেন্দ্রাবাদ ও করিম নগরের নামও বদলে ফেলবে বলে যোগী জানিয়েছেন।

[আরও পড়ুন: নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে পারেনি নোট বাতিল, স্বীকারোক্তি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের ][আরও পড়ুন: নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে পারেনি নোট বাতিল, স্বীকারোক্তি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের ]

উত্তরপ্রদেশেও নাম বদল

উত্তরপ্রদেশেও নাম বদল

এর আগে উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন যোগী। তারও আগে এলাহাবাদের নাম বদলে করেছেন প্রয়াগরাজ। মোঘলসরাই স্টেশনের নাম বদলে করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ফলে তেলাঙ্গানায় ক্ষমতায় এসেও যে বিজেপি নাম বদলের প্রক্রিয়া জারি রাখবে তারই ইঙ্গিত দিয়ে রাখলেন যোগী।

[আরও পড়ুন:৭৫০ কেজি পেঁয়াজ বেচে মাত্র ১০৬৪ টাকা! প্রতিবাদে অভিনব কাণ্ড কৃষকের ][আরও পড়ুন:৭৫০ কেজি পেঁয়াজ বেচে মাত্র ১০৬৪ টাকা! প্রতিবাদে অভিনব কাণ্ড কৃষকের ]

English summary
BJP will rename Hyderabad to if voted to power, says Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X