For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণে কড়া টক্করের সামনে বিজেপি, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার লোকসভা নির্বাচনের সমীক্ষাতে দেশজুড়ে আরো একবার নমো ক্যারিশমা স্পষ্ট হলেও, স্বতন্ত্র কিন্তু দক্ষিণ ভারত।

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার লোকসভা নির্বাচনের সমীক্ষাতে দেশজুড়ে আরো একবার নমো ক্যারিশমা স্পষ্ট হলেও, স্বতন্ত্র কিন্তু দক্ষিণ ভারত। একমাত্র কর্নাটক ছাড়া দক্ষিণের সব রাজ্যেই বিজেপির নৌকা ভরাডুবি হয়েছে। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

কর্নাটক

কর্নাটক

কর্নাটক বিধানসভায় কংগ্রেসের সমর্থন নিয়ে জেডিএস সরকার গঠন করলেও, উল্টো চিত্র দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাতে কর্নাটকে ২১ থেকে ২৫ আসন জিততে চলেছে বিজেপি। ৩ থেকে ৬টি আসনের বেশি জিততে পারবে না কংগ্রেস।

কেরল

কেরল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় কেরলে ১টি মাত্র লোকসভা আসনই হয়তো জিততে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। ১৫ থেকে ১৬টি আসন পেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট দক্ষিণের এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। বাম নেতৃত্বাধীন এলডিএফ জোট কেরলে ৩ থেকে ৫টি লোকসভা আসন পেতে পারে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

লোকসভা নির্বাচনের ফলে জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি চন্দ্রবাবু নাইডুর টিডিপি, কংগ্রেস এবং বিজেপিকে বিরাট ধাক্কা দিতে চলেছে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় জানানো হয়েছে। জগনমোহন ক্যারিশমায় ওয়াইএসআরসিপি একক ভাবে ১৮ থেকে ২০টি আসন জিততে চলেছে বলে জানাচ্ছে সমীক্ষা। টিডিপি পেতে পারে ৪ থেকে ৬টি আসন। অন্ধ্রপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের হাত খালি থাকতে পারে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার দাবি।

তামিলনাড়ু

তামিলনাড়ু

গতবারের সব হিসেব উল্টে এবার এনডিএ শরিক প্রয়াত জয়রাম জয়ললিতার এআইএডিএমকে-কে লোকসভা নির্বাচনে ওয়াশ-আউট করতে চলেছে এমকে স্ট্যালিনের ডিএমকে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ৩৪ থেকে ৩৮টি আসন পেতে চলেছে ডিএমকে। সেক্ষেত্রে ৪টি আসন পেলেও পেতে পারে এআইএডিএমকে।

তেলেঙ্গানা

তেলেঙ্গানা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় ১০ থেকে ১২টি লোকসভা আসন পেতে পারে কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস। ১ থেকে ৩টি আসন পেতে পারে বিজেপি ও কংগ্রেস।

পণ্ডিচেরী ও লাক্ষাদ্বীপের ২টি লোকসভা আসন কংগ্রেসের ঘরে যাচ্ছে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় জানানো হয়েছে।

English summary
BJP will not make impact in South India, said India Today-Axis Exit poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X