For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেবে না বিজেপি', গর্জে উঠলেন অমিত শাহ

শনিবার জম্মুতে এক সভায় শাহ বলেন, সোজ সাহেব একশোবার জন্ম নিলেও বিজেপি কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেবে না।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি কোনওদিন কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেবে না। জম্মু ও কাশ্মীর চিরজীবন ভারতের থাকবে। কংগ্রেসের নেতা গুলাব নবি আজাদ ও সঈফুদ্দিন সোজ জঙ্গিদের সুরে কথা বলছেন। এটা সারা ভারত মেনে নেবে না। এই বলেই কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি কাশ্মীর নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেবে না বিজেপি

শনিবার জম্মুতে এক সভায় শাহ বলেন, সোজ সাহেব একশোবার জন্ম নিলেও বিজেপি কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেবে না। কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আজ কাশ্মীর এদেশের অংশ হয়ে রয়েছে বলেও অমিত শাহ দাবি করেন।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ মন্তব্য করেন, জঙ্গিদের চেয়ে বেশি আমজনতাকে হত্যা করছে সেনা। আর সঈফুদ্দিন সোজ নিজের বইয়ে বারবার কাশ্মীরিরা স্বাধীনতা চাইছে বলে উল্লেখ করেছেন।

এদিকে কংগ্রেস পাল্টা অমিত শাহর মন্তব্যের প্রেক্ষিতে জানিয়েছে, কংগ্রেসকে জাতীয়তাবাদ বা স্বদেশপ্রেম শেখাতে হবে না। এই দলের লোকই সবচেয়ে বেশি স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে। কাশ্মীরে শান্তি ফেরাতে কংগ্রেস যে চেষ্টা করেছে তা বিজেপির কোনওদিন বোধগম্য হবে না।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরে পিডিপি জোটের থেকে বেরিয়ে আসে বিজেপি। যার পর পিডিপি নেত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেন ও সকার পড়ে গিয়ে সেখানে রাজ্যপালের শাসন জারি হয়েছে।

English summary
BJP will never allow separation of Jammu and Kashmir from India, says Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X