For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি ১২৫টি আসন পেলেও বুঝব বেশি পেয়েছে' ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি মনে করেন না বিজেপি ১২৫টির বেশি আসন পাবে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে হারাতে তিনি পথে নেমেছেন। একটা সময়ে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। লোকসভা ভোটের বহু আগে থেকেই বিজেপি বিরোধিতায় সর্বাগ্রে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে সরকার বদলের ডাক দিয়েছেন।

বিজেপি ১২৫টি আসন পেলেও বুঝব বেশি পেয়েছে ঘোষণা আত্মবিশ্বাসী মমতার

শনিবার ব্রিগেডের মহামঞ্চ থেকে বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা একযোগে বিজেপি বিদায়ের ডাক দেবেন। তার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি মনে করেন না বিজেপি ১২৫টির বেশি আসন পাবে। যদি তাও পাও ধরে নেব যথেষ্ট পেয়েছে।

কংগ্রেস সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা বলেছেন, কংগ্রেস কত পাবে তা ভোটের ওপরে নির্ভর করছে। অর্থাত, কীভাবে জোট হয় দলগুলির তার ওপরে কংগ্রেসের ভাগ্য নির্ভর করবে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তবে বিজেপি প্রসঙ্গে একেবারে স্পষ্টভাবে নিজের মতামত জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

[আরও পড়ুন:'বিজেপি ১২৫টি আসন পেলেও বুঝব বেশি পেয়েছে' ঘোষণা আত্মবিশ্বাসী মমতার ][আরও পড়ুন:'বিজেপি ১২৫টি আসন পেলেও বুঝব বেশি পেয়েছে' ঘোষণা আত্মবিশ্বাসী মমতার ]

ফলে বাকী পড়ে থাকা আঞ্চলিক দলগুলিই এবারের ভোটে কেন্দ্রের সরকারে কে বসবে তা নির্ধারণ করবে বলে মনে করছেন মমতা। ফেডেরাল ফ্রন্টে কারা শেষ অবধি থাকছেন তা খোলসা করেননি মমতা। তবে জানিয়েছেন, অকংগ্রসী ও অবিজেপি জোটের দলগুলিই সম্ভবত কেন্দ্রের সরকারের ভাগ্য নির্ধারণ করবে। এক্ষেত্রে তিনি যে বড় ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন:অসুস্থ অমিত শাহকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেতার, তাঁর মানসিক সুস্থতা নিয়েই উঠছে প্রশ্ন][আরও পড়ুন:অসুস্থ অমিত শাহকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেতার, তাঁর মানসিক সুস্থতা নিয়েই উঠছে প্রশ্ন]

[আরও পড়ুন:অসুস্থ অমিত শাহের বদলে সভায় যোগ দিতে রাজ্যে আসছেন যোগী, চাঙ্গা বিজেপি নেতা-কর্মীরা ][আরও পড়ুন:অসুস্থ অমিত শাহের বদলে সভায় যোগ দিতে রাজ্যে আসছেন যোগী, চাঙ্গা বিজেপি নেতা-কর্মীরা ]

English summary
BJP will merely get 125 seats in Lok Sabha Elections 2019, predicts Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X