ভুল শুধরেছে আমেরিকা, এবার বিহারের পালা, ভেটের ফল প্রকাশের আগে বিজেপিকে আক্রমণ শিবসেনার
আমেরিকায় যেমন ডোনাল্ড ট্রাম্প হেরেছেন তেমনই এবার বিহারে বিজেপির হার নিশ্চিত। ভোটের রেজাল্ট বেরনোর আগের দিন 'নমস্তে ট্রাম্প' ইভেন্টকে ইঙ্গিত করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শিবসেনার। শিবসেনা বিজেপিকে আক্রমণ করে বলেছে আমেরিকায় ট্রাম্পকে হারিয়ে ভুল শুধরে নিয়েছে আমেরিকা। এবার বিহারবাসীর পালা।

বিহার বিধানসভা ভোটের ফল
আগামিকাল বিহার বিধানসভা ভেটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে টানটান উত্তেজনায় রয়েছে বিহার। একাধিক ভোট সমীক্ষা দাবি করেছে এবার নীতীশের জমানার অবসান হতে চলেছে। মহাজোটের নেতৃত্বে তেজস্বী যাদব বিহারে সরকার গড়বে। তাতেই ঘুম ছুটেছে বিজেপি-জেডিইউ শিবিরের। ডেজিইউ-র ভোট ভাঙাতে এলজেপি ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিবসেনার আক্রমণ
বিহার ভোটের ফলাফল প্রকাশের আগে বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানাল শিবসেনা। একদা বিজেপির শরিদ দল শিবসেনা কটাক্ষ করে বলেছে আমেরিকা ট্রাম্পকে বাই বাই করে ভুল শুধরে নিয়েছে। এবার বিহারবাসীর পালা। বিহারের জনতাকে সিদ্ধান্ত জানাতে হবে তাঁরা বিজেপিকেও বাই বাই করবেন কিনা। যদিও ভোট সমীক্ষা দাবি করেছে এবার তেজস্বী আসছে ক্ষমতায়।

বিজেপির হার নিশ্চিত
বিহারে বিজেপির হার নিশ্চিত বলে দাবি করেছে শিবসেনা। যেভাবে আমেরিকায় ট্রাম্পের হার হয়েছে সেভাবেই বিহারেও এবার বিজেপি হারবে বলে দাবি করেছে শিবসেনা। শিবসেনা আক্রমণ করে বলেছে কমলা হ্যারিসের সাফল্যকে স্বাগত জানানি ডোনাল্ড ট্রাম্প। একবারের জন্যেও কমলাকে শুভেচ্ছা জানানি। এই ধরনের ব্যক্তির সঙ্গে সুম্পর্ক বজায় রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলেই বোঝা যাচ্ছে বিজেপির মনোভাব কী ধরনের। প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্পের সঙ্গে মোদীর সুসম্পর্কের চর্চা নতুন নয়।

মহামারীতেও উৎসাহ ভোটারদের! করোনা আবহে পশ্চিমবঙ্গের ভোট কবে, কী জানাল নির্বাচন কমিশনের