For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের পর এবার ২ য় রাজ্য! বিধানসভা নির্বাচনকে সামনে রাখে এনআরসির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

সামনেই বিধানসভা নির্বাচন। আর সেদিকে লক্ষ্য রেখেই এনআরসি নিয়ে তোড়জোড়। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েদেন, অসমের মতোই হরিয়ানাতেও এনআরসি লাগু করা হবে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা নির্বাচন। আর সেদিকে লক্ষ্য রেখেই এনআরসি নিয়ে তোড়জোড়। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েদেন, অসমের মতোই হরিয়ানাতেও এনআরসি লাগু করা হবে। রাজ্যে ল কমিশন গঠনের কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যে বুদ্ধিজীবীদের সাহায্য নিতে আলাদা দফতর তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

অসমের পর এবার ২ য় রাজ্য! বিধানসভা নির্বাচনকে সামনে রাখে এনআরসির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পর্যায়ের মহা জনসম্পর্ক র‍্যালির শেষ দিনে পাঁচকুলায় আয়োজিত সভায় ভাষণ দিচ্ছিলেন। মহা জনসম্পর্ক র‍্যালি রাজ্য সরকার গত পাঁচবছরে কী কাজ করেছে, তার জানান দেওয়া হয়েছে।

প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে পাঁচ দিনের মহা জন সম্পর্ক অভিযান চলছে। সেই উপলক্ষে তিনি পাঁচকুলায় আমন্ত্রিতদের সঙ্গে মিলিত হন। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন হরিয়ানার মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা, প্রাক্তন অ্যাডমিরাল জেএস লাম্বা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বলজিৎ সিং জয়সওয়ালের সঙ্গেও সাক্ষাৎ করেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে সোশ্যাল অডিট সিস্টেম চালু করা হবে। সমাজের উন্নয়নে প্রাক্তন প্রতিরক্ষাকর্মী, শিক্ষক, ইঞ্জিনিয়ার এবং অন্যদের বিশেষ অর্জিত ভূমিকাও অন্তর্ভুক্ত করা হবে।

একপ্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পরিবারের পরিচয়পত্র নিয়ে কাজ করছে। যার তথ্য এনআরসিতে ব্য়বহার করা হবে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লার প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। এনআরসির পুরো প্রক্রিয়া জানতে তিনি অসম সফর শুরু করছেন।

English summary
BJP will impliment NRC in Haryana, says CM Manohar Lal Khattar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X