For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিই থাকবে ক্ষমতায়, বলছে কর্নাটকের এক্সিটপোল

সামনেই কর্নাটকে বিধানসভা উপনির্বাচন। বিজেপির বড় পরীক্ষা। ১৫টি আসনে হবে ভোট গ্রহন। উপনির্বাচনে বিজেপিই জিতবে এমনই বলছে এক্সিট পোল।

Google Oneindia Bengali News

আজই হয়েছে কর্নাটকে বিধানসভা উপনির্বাচন। বিজেপির বড় পরীক্ষা। ১৫টি আসনে হয়েথে ভোট গ্রহন। উপনির্বাচনে বিজেপিই জিতবে এমনই বলছে এক্সিট পোল। ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রীত্ব নিরাপদেই থাকবে বলে মনে করা হচ্ছে। সি-ভোটার এক্সিট পোল বলছে ১৫টি আসনের মধ্যে অন্তত ১২টি আসনে িজতবেই বিজেপি। কংগ্রেস মাত্র ৩টি আসন পাবে। অন্যদিকে জেডিএসের কপালে জুটবে মাত্র ২টি আসন।

বিজেপিই থাকবে ক্ষমতায়, বলছে কর্নাটকের এক্সিটপোল

পাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি পাবে ৮ থেকে ১০টা ভোট। কংগ্রেস পাবে ৩-৫টি আসন। আর জেডিএস পাবে ১-২টি আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা পাবে খুব বেশি হলে একটি আসন। সরকারে ইয়েদুরাপ্পাকে টিকে থাকতে হলে কমপক্ষে ৬টি আসন পেতেই হবে।

বৃহস্পতিবার ১৫টি কেন্দ্রেই ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বর জানা যাবে ফলাফল। যদিও নির্বাচনের আগে থেকেই নতুন এবং পুরতন নিয়ে বিজেপির অন্দরে কলহ শুরু হয়েছিল। টিকিট বন্টনকে কেন্দ্র করে আসন্তোষ শুরু হয়েছিল বিজেপির অন্দরে। ক্ষমতায় এলেও সেই দ্বন্দ্ব যে প্রভাব ফেলবে সরকার গঠনে এমনটাই মনে করছেন রাজনীতিকরা।

English summary
BJP will be in power, says Karnataka's exit poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X