For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন! কারা ক'টি আসনে লড়বে, আভাস বিজেপি ও শিবসেনার

আর কয়েকমাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদলগুলির সঙ্গে কথা শুরু করেছে বিজেপি। এর মধ্যে যেমন শিবসেনা রয়েছে, তেমনই অন্য ছোট দলও রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আর কয়েকমাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদলগুলির সঙ্গে কথা শুরু করেছে বিজেপি। এর মধ্যে যেমন শিবসেনা রয়েছে, তেমনই অন্য ছোট দলও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ১৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সেক্ষেত্রে শিবসেনা লড়াই করতে পারে ১১০টি আসনে। অন্য সহযোগী ছোট দলগুলি লড়াই করতে পারে সবমিলিয়ে ১৮টি আসনে।

 শিবসেনার সাফ কথা

শিবসেনার সাফ কথা

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনা সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনও ভাবেই ১১০ টি আসনের কমে লড়াই করবে না। যদিও এনডিএ-র সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতা
নিয়ে আলোচনা এখনও বাকি আছে। সবে মাত্র দলগুলির মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক হয়েছে।

মহা জনাদেশ যাত্রায় অমিত শাহ

মহা জনাদেশ যাত্রায় অমিত শাহ

১ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মহারাষ্ট্রে মহা জনাদেশ যাত্রায় ভাষণ দেন। ১ অগাস্ট থেকে মহারাষ্ট্রে মহা জনাদেশ যাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব দলের তরফে মহারাষ্ট্রের দায়িত্বে রয়েছেন।

 নির্বাচনে নামতে পারেন আদিত্য থ্যাকরে

নির্বাচনে নামতে পারেন আদিত্য থ্যাকরে

শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকরের ছেলে আদিত্য থ্যাকরে এবারের নির্বাচনে সামিল হতে পারেন। মুম্বইয়ের ওরলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। আদিত্য প্রতিদ্বন্দ্বিতা করলে
থ্যাকরে পরিবারের তিনিই হবেন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী।

২০১৪-র নির্বাচনে অবস্থান

২০১৪-র নির্বাচনে অবস্থান

২০১৪ সালে কংগ্রেস ও এনসিপি জোটকে সরিয়ে ক্ষমতা দখল করে বিজেপি । ২০১৪-র নির্বাচনে বিজেপি ও শিবসেনা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১২২ টি আসন দখল করে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি। অন্যদিকে শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। কংগ্রেস ও এনসিপি
জিতেছিল যথাক্রমে ৪২ ও ৪১ টি আসনে।

<strong>[আরও পড়ুন: 'আছে অথচ দিচ্ছি না, এরকম ভুল বুঝবেন না!'কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের পাশে থাকার আহ্বান মমতার]</strong>[আরও পড়ুন: 'আছে অথচ দিচ্ছি না, এরকম ভুল বুঝবেন না!'কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের পাশে থাকার আহ্বান মমতার]

[আরও পড়ুন: তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই][আরও পড়ুন: তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই]

English summary
Sources claim that BJP wants to contest on 160 seats out of the 288 in Maharashtra Assembly while the Shiv Sena will get 110 and smaller allies 18.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X